Advertisement
E-Paper

কলকাতায় এ বার জাপানি এনসেফ্যালাইটিসের হানা, মৃত ১

গত সোমবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা স্বপ্না পাল (৫০)। পরিবার সূত্রে খবর, প্রথমে তাঁকে স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সক সঠিক রোগ ধরতে পারেননি বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১২:৪৮
জাপানি এনসেফ্যালাইটিসে মৃত স্বপ্না পাল।

জাপানি এনসেফ্যালাইটিসে মৃত স্বপ্না পাল।

ডেঙ্গির দোসর এ বার জাপানি এনসেফ্যালাইটিস!

কলকাতা পুরসভা যখন ডেঙ্গি রুখতে কোমর বাঁধছে, ঠিক সেই সময়েই শহরে জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। আর এই মৃত্যুই পুরসভার কপালে চওড়া ভাঁজ ফেলেছে।

গত সোমবার থেকে প্রবল জ্বরে ভুগছিলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা স্বপ্না পাল (৫০)। পরিবার সূত্রে খবর, প্রথমে তাঁকে স্থানীয় চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সক সঠিক রোগ ধরতে পারেননি বলে অভিযোগ। এই অবস্থায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বৃহস্পতিবার তা আরও বাড়াবাড়ি আকার ধারণ করলে দেরি না করে শুক্রবারই স্বপ্নাকে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই জাপানি এনসেফ্যালাইটিসের বিষয়টি সামনে আসে। চিকিত্সা শুরু হলেও তাতে সাড়া দেননি স্বপ্না। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।

ডেঙ্গি নিয়ে যে মৃত্যুমিছিল শহর দেখেছিল, তা থেকে শিক্ষা নিয়েই এ বার বর্ষা শুরু হতেই অভিযানে নামে পুরসভা। ডেঙ্গি ঠেকাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর। পুরসভা সূত্রে জানানো হয়েছে, গোটা শহরের পাশাপাশি বাড়তি নজর দেওয়া হচ্ছে টালিগঞ্জ, যাদবপুর-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশের উপরে। কারণ গত বছরে ১০, ১১ ও ১২ নম্বর বরোর অধীনস্থ ওয়ার্ডগুলি থেকেই সবচেয়ে বেশি ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন: ডেঙ্গিতে কাবু পিংলা, জ্বরে মৃত্যু প্রৌঢ়ার

এ বছর শহরের কিছু কিছু এলাকায় ডেঙ্গিতে আক্রান্তের খবর পাওয়া গেলেও জাপানি এনসেফ্যালাইটিসের আক্রান্তের খবর তেমন পাওয়া যায়নি। কিন্তু স্বপ্নাদেবীর মৃত্যু নতুন করে ভাবাতে শুরু করেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরকে।

গত বছর ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল। তাই এ বার মার্চ থেকেই শহরের পাশাপাশি রাজ্য জুড়ে ডেঙ্গি নিয়ে নানা কর্মসূচি চালু করে দিয়েছে রাজ্য সরকার। প্রত্যেকটি জেলা প্রশাসনকে ডেঙ্গি নিয়ে কড়া বার্তা দেয় নবান্ন। কিন্তু তার মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ডেঙ্গি আক্রান্তের খবর উঠে এসেছে।এরই মধ্যে হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক জনের।

আরও পড়ুন: ডেঙ্গি রোধে পুরসভার নির্দেশ রয়ে গিয়েছে খাতায়-কলমেই

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

japenese encephalitis health Picnic garden জাপানি এনসেফ্যালাইটিস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy