Advertisement
১৯ মে ২০২৪

যোগ শিক্ষা পুর স্বাস্থ্য কেন্দ্রে

বৃহস্পতিবার পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের ওই প্রতিনিধি দল কলকাতা পুরসভার পরিকাঠামো দেখে খুশি। শহরবাসীর স্বাস্থ্য সুস্থ রাখতে আর কী করা যায়, সে ব্যাপারে পুরসভার ভাবনা জানতে চায় তারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০১:৩৫
Share: Save:

রক্তচাপ, রক্তে শর্করাজনিত রোগে ভুগলে এ বার যোগব্যায়াম করা যাবে পুর স্বাস্থ্য কেন্দ্রেই।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রধানত মশা এবং জলবাহী সংক্রামিত রোগ নিবারণে এতকাল নজর ছিল পুর স্বাস্থ্য দফতরের। কিন্তু গত কয়েক বছর ধরে পুরসভার স্বাস্থ্য দফতর রক্তচাপ, রক্তে শর্করার মতো আরও কয়েকটি অসংক্রামক রোগের চিকিৎসাও শুরু করেছে। সাধারণ জ্বর থেকে শুরু করে চোখের চিকিৎসাও হচ্ছে পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। এর সঙ্গে বিনা মূল্যে দামি ওষুধও দেওয়া হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র থেকে। এ বার চালু হচ্ছে রোগীদের জন্য প্রয়োজনীয় যোগব্যায়ামের ব্যবস্থাও। এর জন্য কলকাতা পুর প্রশাসনকে আর্থিক সহায়তা দেবে জাতীয় স্বাস্থ্য মিশন।

বৃহস্পতিবার পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের ওই প্রতিনিধি দল কলকাতা পুরসভার পরিকাঠামো দেখে খুশি। শহরবাসীর স্বাস্থ্য সুস্থ রাখতে আর কী করা যায়, সে ব্যাপারে পুরসভার ভাবনা জানতে চায় তারা। তখনই যোগ চিকিৎসার বিষয়টি লিখিত ভাবে তাদের জানানো হয়। এর পরেই পুরসভাকে মিশন কতৃর্পক্ষ জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি জানান, তা পেয়ে কলকাতা পুরসভা জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার মাধ্যমে দিল্লিতে বিশদ প্রকল্প রিপোর্ট (ডিপিআর) পাঠায়। দিল্লি থেকে মিশনের তরফে জানানো হয়েছে, তাঁরা সহায়তা করবে।

মেয়র পারিষদ জানিয়েছেন, কলকাতার ১৪৪টি ওয়ার্ডেরই স্বাস্থ্য কেন্দ্রে যোগ শিক্ষক রাখা হবে। সরকারি সংস্থা থেকে পাশ করা যোগ প্রশিক্ষকদের দিয়ে ওই কাজ করানো হবে। যে সব রোগীকে চিকিৎসক যোগ চিকিৎসা করানোর পরামর্শ দেবেন, কেবল তাঁদেরকেই তা করানো হবে। পাশাপাশি, রোগীদের বিনামূল্যে আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া যাবে বলেও মনে করেন পুর স্বাস্থ্য দফতরের এক চিকিৎসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yoga Health Care Municipality health care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE