প্রকাশ্যে এক যুবকের হাতে ছুরিবিদ্ধ হলেন এক তরুণী। ছুরি মেরে আবার বিষ খেলেন ওই যুবক। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভিআইপি রোডে। পুলিশের ধারনা, প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক ওই তরুণীকে ছুরি মারে। তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে তরুণীকে খুনের চেষ্টার একটি মামলাও রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আহত তরুণীর নাম জলি খাতুন। তিনি উত্তর ২৪ পরগনার বীজপুরের বাসিন্দা। যুবকের নাম আলিম বারিক। তিনি নৈহাটিতে থাকেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তরুণী বিবাহিতা। দু’বছর ধরে জুলি ও আলিম পরস্পরের পরিচিত। তরুণীর পরিবার অবশ্য আলিমের সঙ্গে মেয়ের কোনও রকম যোগাযোগের কথা অস্বীকার করেছে। তাঁরা আলিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আলিমের বাবা কায়েম আলির অবশ্য দাবি, ‘‘ওঁদের দু’জনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কিন্তু মেয়েটির পরিবার থেকে হঠাৎ বিয়ে দিয়ে দেওয়া হয়।’’ প্রতক্ষ্যদর্শীরা জানান, জুলি কেষ্টপুর খালের উপরে ফুটব্রিজের দিকে এগোনোর সময়ে আলিম তাঁর রাস্তা আটকান। জুলিকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তুনে মেরে সাথ গদ্দারি কিয়া।’’ এর পরে আচমকাই তিনি ছুরি বের করে জুলিকে আঘাত করতে শুরু করেন। পথচলতি লোকজন ধরে ফেলতেই আলিম পকেট থেকে বিষের শিশি বের করে মুখে ঢেলে নেন। ধস্তাধস্তির মধ্যে তাঁর নিজের হাতেও ছুরির আঘাত লাগে। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে খবর, তরুণীর শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন। যুবকের অবস্থা স্থিতিশীল। বিধাননগর কমিশনারেটে গোয়েন্দা প্রধান সন্তোষ পাণ্ডে বলেন, ‘‘দু’জনের অবস্থা স্থিতিশীল না হলে তাঁদের সঙ্গে কথা বলা যাচ্ছে না।’’ তবে পুলিশ জেনেছে, কোনও প্রশিক্ষণ নিতে ওই তরুণীর সল্টলেকে যাতায়াত রয়েছে। তা জেনে আলিম জায়গাটিকে বেছে নেন।