সল্টলেকে এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম করণ মণ্ডল। সোমবার রাতের ঘটনা। মঙ্গলবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানায়, পাঁচ নম্বর সেক্টরে কর্মরত ওই তরুণী সুকান্তনগরের কাছে ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলে লোহার পুল পার করে সল্টলেকে গেস্ট হাউসে ফিরছিলেন। তিনি সেখানেই থাকেন।
লোহার পুলের কাছে উল্টো দিক থেকে করণ এসে ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ শুরু করে। আতঙ্কে চিৎকার করতে থাকেন সেই তরুণী। কাছেই সল্টলেক দক্ষিণ থানার পুলিশ টহল দিচ্ছিল। ঘটনাস্থল থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।