Advertisement
০৯ মে ২০২৪

ক্লাবকে বোমার হুমকি, গ্রেফতার

বোমা মেরে বাইপাসের ধারের একটি ক্লাব ওড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০১:০৮
Share: Save:

বোমা মেরে বাইপাসের ধারের একটি ক্লাব ওড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নৈহাটির বিজয়নগর থেকে শিবশঙ্কর সাহা নামে ওই যুবককে ধরা হয়। তিনি ওই ক্লাবের প্রাক্তন কর্মী। বছর দেড়েক আগে ওই ক্লাব থেকে তাঁর চাকরি চলে যায় বলে দাবি পুলিশের। তার কাছ থেকে সিম-সহ মোবাইল ফোনটি উদ্ধার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, গত রবিবার ওই ক্লাবের এক মালিক একটি ফোন পান। তাতে বলা হয় পাঁচ কোটি টাকা না দিলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ক্লাবটি। মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রগতি ময়দান থানার পুলিশ। বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালিয়েও কিছু মেলেনি ওই ক্লাব এবং তার সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, ওই তল্লাশি চলাকালীনও অভিযোগকারীর কাছে ওই হুমকি ফোন আসতে থাকে। প্রায় ১০ বার ফোন করে টাকা দাবি করা হয় ওই মালিকের কাছে।

লালবাজার সূত্রের দাবি, তল্লাশিতে কিছু না মিললেও হুমকি ফোন আসতে থাকায় থানার সঙ্গে তদন্তে নামে গোয়েন্দা বিভাগের গুণ্ডা দমন শাখার অফিসারেরা। প্রাথমিক ভাবে তাঁরা জানতে পারেন, উত্তর ২৪ পরগনার নৈহাটির বিভিন্ন এলাকা থেকে ওই ফোন করা হয়েছে। পরে মোবাইল ফোনের সূত্র ধরেই গত মঙ্গলবার শিবশঙ্করকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

কেন ওই হুমকি ফোন করা হচ্ছিল?

পুলিশের দাবি, জেরায় ধৃত যুবক জানিয়েছেন, তিনি ক্লাবের একটি শাখায় কাজ করতেন। বছর দেড়েক আগে তাঁকে অভব্য আচরণের জন্য চাকরি থেকে বহিষ্কার করেন কর্তৃপক্ষ। তার বদলা নিতেই তিনি ওই হুমকি ফোন করে টাকা আদায় করতে চেয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police youth arrest Cl;ub Bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE