Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাঁচতলা থেকে ‘ঝাঁপ’, মৃত আবাসিক

বুধবার সকাল ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে শরৎ বসু রোডের এক বহুতলে। পুলিশ জানায়, মৃতের নাম নীরজ আগরওয়াল (৩২)। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক: চারতলা থেকে এই গাড়ির উপরে পড়েন নীরজ। বুধবার, শরৎ বসু রোডে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

আকস্মিক: চারতলা থেকে এই গাড়ির উপরে পড়েন নীরজ। বুধবার, শরৎ বসু রোডে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ০০:২২
Share: Save:

সকালে কাজে যোগ দেওয়ার কিছু ক্ষণ পরেই বিকট আওয়াজ শুনতে পেয়েছিলেন আবাসনের নিরাপত্তারক্ষী। ঘর থেকে ছুটে এসে তিনি দেখেন, আবাসনের নীচে রাখা একটি গাড়ির পিছনের কাচ ভেঙে চারপাশে ছড়িয়ে রয়েছে। আর গাড়ির উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবকের দেহ।

বুধবার সকাল ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে শরৎ বসু রোডের এক বহুতলে। পুলিশ জানায়, মৃতের নাম নীরজ আগরওয়াল (৩২)। এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিরাপত্তারক্ষী জানিয়েছেন, আবাসনটির পিছনে তাঁর ঘর। এ দিন তিনি সেখানেই ছিলেন। হঠাৎ ভারী কিছু পড়ার আওয়াজ শুনে তড়িঘড়ি সামনের দিকে আসেন। দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন নীরজ।

জানা গিয়েছে, পাঁচতলার ফ্ল্যাটে একাই থাকতেন ওই যুবক। অন্য আবাসিকদের সঙ্গে বিশেষ মিশতেন না। তাঁর ফ্ল্যাটে কোনও পরিচারিকাকেও যাতায়াত করতেও দেখা যেত না। পুলিশ জানিয়েছে, শেয়ারের কারবার করতেন নীরজ। তবে সম্প্রতি তাঁর মন্দা চলছিল। এর জেরে অবসাদেও ভুগছিলেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, নীরজের এক দিদির খোঁজ পাওয়া গিয়েছে। তাঁকে ঘটনার কথা জানানো হয়েছে। লালবাজার সূত্রের খবর, প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, অবসাদেই আত্মঘাতী হয়েছেন নীরজ। তবে ময়না-তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আজ, বৃহস্পতিবার ঘটনাস্থলে আসার কথা ফরেন্সিক বিশেষজ্ঞদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Youth Building Car SSKM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE