Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আজ আরও কমতে পারে মহানগরের তাপমাত্রা

মাঘ মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল। কিন্তু এখনও ছন্দে ফিরল না শীত। এক দিনের জন্যও কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল না। তবে ঝাড়খণ্ডের উপরে একটি উচ্চচাপ বলয়ের কল্যাণে আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নামতে পারে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০২:৩০
Share: Save:

মাঘ মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল। কিন্তু এখনও ছন্দে ফিরল না শীত। এক দিনের জন্যও কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল না। তবে ঝাড়খণ্ডের উপরে একটি উচ্চচাপ বলয়ের কল্যাণে আজ, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নামতে পারে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস।

ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার কোনওটাই এ বার স্থায়ী না হওয়ায় শীত ছন্দ হারিয়েছে বলে মনে করছেন আবহবিদেরা। উত্তুরে হাওয়ার প্রভাবে একদিন তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা নেমে যাচ্ছে তো পরের দিন ঘূর্ণাবর্তের জেরে আকাশে ঢুকছে মেঘ। দিনের তাপমাত্রা কমে গেলেও বেড়ে যাচ্ছে রাতের তাপমাত্রা। কোনওদিন সকালে ঘন কুয়াশায় এক হাত দূরের জিনিসও চোখে পড়ছে না। কোনও দিন আবার সূর্যের দেখা মিলছে ভোর থেকেই। সেদিন বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট।

সোমবার সকালে কুয়াশার তীব্রতা এতটাই ছিল যে, সারা দিন সূর্যের দেখা তেমন মেলেনি। দিনের বেলা শীত ভাবটা প্রকট ছিল। সোমবার রাত থেকেই অবশ্য মেঘ কেটে যেতে শুরু করে। মঙ্গলবার সকালে কুয়াশা তেমন পড়েনি। তাই সকাল থেকেই উত্তুরে হাওয়ার বেগ ছিল যথেষ্ট। তাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এ দিন নেমে যায় ১১.৪ ডিগ্রিতে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এক দিন কলকাতার তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমেছিল। এই মরসুমে কলকাতার তাপমাত্রা এক দিনের জন্যও ১১.৪ ডিগ্রির নীচে নামেনি।

তবে আজ, বুধবার কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যেতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এক আবহবিদ জানাচ্ছেন, ঝাড়খণ্ডের উপরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। তার ফলে বুধবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা নামার কথা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি নেমে যেতে পারে বলেও মনে করছেন আবহবিদেরা।

তবে সেই শীতও তেমন স্থায়িত্ব পাবে না। এ সপ্তাহের শেষাশেষি ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE