Advertisement
২৬ এপ্রিল ২০২৪
রাজারহাট-গোপালপুর

করের টাকা সরাসরি ব্যাঙ্কে পাঠাতে গাড়ি নামাল পুরসভা

পুরসভার সংগ্রহ করা সম্পত্তি কর সরাসরি ব্যাঙ্কে পাঠাতে নামল গাড়ি। অভিনব এই পদ্ধতি চালু করল রাজারহাট-গোপালপুর পুরসভা। সহযোগিতায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পুরসভার আধিকারিকদের দাবি, এতে এক দিকে যেমন সম্পত্তি কর দ্রুত ব্যাঙ্কে জমা পড়বে, তেমনই প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে।

কর সংগ্রহকারী সেই গাড়ি।  ছবি:স্নেহাশিস ভট্টাচার্য

কর সংগ্রহকারী সেই গাড়ি। ছবি:স্নেহাশিস ভট্টাচার্য

আর্যভট্ট খান
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০
Share: Save:

পুরসভার সংগ্রহ করা সম্পত্তি কর সরাসরি ব্যাঙ্কে পাঠাতে নামল গাড়ি। অভিনব এই পদ্ধতি চালু করল রাজারহাট-গোপালপুর পুরসভা। সহযোগিতায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। পুরসভার আধিকারিকদের দাবি, এতে এক দিকে যেমন সম্পত্তি কর দ্রুত ব্যাঙ্কে জমা পড়বে, তেমনই প্রক্রিয়াতে স্বচ্ছতা আসবে।

সম্প্রতি গাড়িটির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। তাঁর দাবি, “অন্য কোনও পুরসভা এই পদ্ধতিতে সম্পত্তি কর সংগ্রহ করার কথা ভাবেনি।” আগে সম্পত্তি কর সংগ্রহ করে ব্যাঙ্কে জমা করতে পুরসভার দু’-তিন দিন লেগে যেত। এ বার গাড়ি সরাসরি পুরসভার শাখা অফিস থেকে করের টাকা নিয়ে সে দিনেই ব্যাঙ্কে জমা করে দেবে।

রাজারহাট-গোপালপুর পুরসভা সূত্রে খবর, সাধারণ নাগরিক পুরসভার ছ’টি শাখা অফিসে সম্পত্তি কর জমা দেন। এত দিন টাকা জমার পরের দিন পুর-কর্মীরা শাখা অফিস থেকে টাকা নিয়ে আসতেন। এই পুরসভায় টাকা রাখার ভল্ট না থাকায় সেই টাকা রাখা হতো থানার ভল্টে। পরের দিন ভল্ট থেকে টাকা ব্যাঙ্কে জমা করতেন পুর-কর্মীরাই। কাজ শেষ হতে দিন তিনেক লাগত।

পুরসভার বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায় বলেন, “পুরনো পদ্ধতিতে টাকা জমায় ঝুঁকি থাকত। এখন ব্যাঙ্ক সরাসরি টাকা মোবাইল ভ্যানের মাধ্যমে শাখা অফিস থেকে সংগ্রহ করবে। কম ঝুঁকিতে দ্রুত কাজ হবে।”

পুরসভা সূত্রে খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহায়তায় গাড়ির মাধ্যমে টাকা সংগ্রহ হচ্ছে। এ দিকে, রাজারহাট-গোপালপুর পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ায় পুরসভার দায়িত্বে রয়েছেন বারাসতের মহকুমা শাসক পীযূষকান্তি দাস। তিনি বলেন, “বোর্ড না থাকলেও সাধারণ মানুষ যেন পরিষেবা নিয়ে কোনও অসুবিধায় না পড়েন সে দিকে নজর রাখা হচ্ছে। মোবাইল ভ্যানের মাধ্যমে ব্যাঙ্কে সম্পত্তি কর জমা পড়ায় পুর-কর্মীদের কাজ সহজ হবে, সাধারণ মানুষও উপকৃত হবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aryabhatta khan gopalpur rajarhut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE