কাটা আঙুল উদ্ধার না হলেও রান্নাঘর থেকে পাওয়া গেল আঙুল কেটে নেওয়ার অস্ত্র কাটারি।
মহালয়া থেকে নিখোঁজ থাকার পর ১৫ অক্টোবর উদ্ধার হয় নিউটাউনের চার বছরের শিশু প্রীতি নস্করের দেহ। আঙুল কেটে, চোখ উপড়ে নিয়ে নৃশংস ভাবে প্রীতিকে খুন করায় মূল অভিযুক্ত তাঁর কাকিমা কবিতা নস্কর এবং ঠাকুমা অনিতাদেবী সোমবার এঁদেরকে জেরা করে পুলিশ জানতে পারে তাঁদের বাড়িতে রান্নাঘরেই লুকিয়ে রাখা হয়েছে কাটারিটি। মহিষগোঠের বাড়িতে গিয়ে পুলিশ ফের তল্লাশি চালায়। উদ্ধার হয় কাটারিটি। সেই কাটারিটি দিয়েই কেটে ফেলা হয়েছিল প্রীতির আঙুল। পুলিশ সূত্রের খবর, জেরার মুখে কবিতা নস্কর জানিয়েছেন, মেঝেতে প্রীতির আঙুল চেপে রেখে তারপর কাটা হয় সেই আঙুল। তবে কেন শুধু তর্জনী এবং কনিষ্ঠা আঙুল কেটে ফেলা হয় তার উত্তর এখনও মেলেনি। প্রীতির খুনের পিছনে তন্ত্রসাধনার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
কাটা আঙুলের সন্ধানে বারেবারেই নিউটাউন থানার পুলিশ সন্ধান চালালেও এখনও তার খোঁজ মেলেনি। বুধবার পুলিশ জানিয়েছে, পুজোর পরেই নতুন করে শুরু করা হবে জিজ্ঞাসাবাদ।