কলকাতায় আবার অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিট, বড়বাজারের পর এ বার তপসিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায় এলাকায়। পাঁচিল ভেঙে দমকলকর্মীরা আগুন নেবানোর চেষ্টা করছেন। এই নিয়ে গত তিন দিনে কলকাতার তিন জায়গায় অগ্নিকাণ্ড ঘটল।
শুক্রবার দুপুরে তপসিয়া রোডের একটি সোফা কারখানায় আগুন লাগে। প্রথমে স্থানীয়েরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি, যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন। দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীদের মতে, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে স্থানীয়দের দাবি, আগুন পাশের একটি গ্যারাজেও ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় অনেক দাহ্য পদার্থ রয়েছে। সেখানে সোফা তৈরি হয়, সে কারণে আসবাবও মজুত ছিল। আগুন সেই সব আসবাবে ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে কারখানায় কাজ চলছিল। ছিলেন কর্মীরা। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। কারখানা থেকে যতগুলো সম্ভব আসবাব বাইরে বার করে আনা হয়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পরই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানায় দমকল। অন্য দিকে, দমকলবাহিনী দেরিতে আসার অভিযোগ করেছেন স্থানীয়েরা।
আরও পড়ুন:
গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে কলকাতায় কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার বড়বাজারের বনফিল্ড লেনে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। তিনতলা ওই ভবনের নীচের তলায় আগুন লেগেছিল বলে জানা যায়। দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি আসবাবপত্রের দোকানে আগুন লেগেছিল। ঘণ্টা দুয়েকের চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। গত ৭ জানুয়ারি সন্ধ্যাতেও শহরের আনন্দপুরের নোনাডাঙায় মাতঙ্গিনী কলোনি বস্তিতে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের জেরে বস্তির একাধিক ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। পরের দিন শহরে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার সকালে নিউটাউনের একটি বহুতলে আগুন লাগে। বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। বিকেলে ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে আগুন লাগে।