নিউটাউনে শিশু খুনে বাড়ির রান্নাঘর থেকে পাওয়া গেল খুনের অস্ত্র কাটারিটি। মহালয়া থেকে নিখোঁজ থাকার পরে গত ১৫ অক্টোবর উদ্ধার হয় নিউটাউনের চার বছরের শিশু প্রীতি নস্করের দেহ। মূল অভিযুক্ত কাকিমা কবিতা নস্কর ও ঠাকুরমা অনিতাদেবীকে জেরা করে সোমবার পুলিশ জানতে পারে, তাঁদের বাড়ির রান্নাঘরেই লুকিয়ে রাখা হয়েছে কাটারিটি। সেই মতো প্রীতিদের মহিষগোঠের বাড়িতে গিয়ে পুলিশ কাটারি উদ্ধার করে। পুলিশ জানায়, জেরায় কবিতাদেবী জানান, মেঝেতে প্রীতির আঙুল চেপে ধরে তার পরে কাটা হয়। তবে কেন শুধু তর্জনী ও কনিষ্ঠা কাটা হল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তন্ত্র সাধনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বুধবার পুলিশ জানিয়েছে, পুজোর পরেই ফের জেরা শুরু হবে।