Advertisement
০১ মে ২০২৪

রেলিংয়ের ফাঁক গলে বিপজ্জনক যাতায়াত

ঝুঁকি নিয়ে পারপার।  —নিজস্ব চিত্র।

ঝুঁকি নিয়ে পারপার। —নিজস্ব চিত্র।

দেবাশিস দাস
শেষ আপডেট: ০৩ মে ২০১৪ ০০:৪৭
Share: Save:

বিপজ্জনক ভাবে রাস্তা পারাপার বন্ধের জন্য রাস্তার মাঝে রেলিং বসানো রয়েছে। সেই রেলিংয়ের ফাঁক গলেই রাস্তা পারাপার চলছে রাসবিহারী অ্যাভিনিউর একাংশে। পুলিশ প্রশাসনের সামনে রাসবিহারী অ্যাভিনিউর মতো ব্যস্ত রাস্তায় দিনের পর দিন এই অনিয়ম চলছে বলে অভিযোগ।

লেক মার্কেট থেকে রাসবিহারী পর্যন্ত রাস্তার মাঝের রেলিংয়ে একাধিক ফাঁক রয়েছে। সেই সব ফাঁক দিয়ে সারা দিন পথচারীরা বিপজ্জনক ভাবে রাস্তা পারাপার করেন। এমনকী স্কুলের সময়ে অনেক অভিভাবকও পড়ুয়াদের নিয়ে এই ফাঁক দিয়ে বিপজ্জনক ভাবে যাতায়াত করেন।

কেন এ ভাবে রাস্তা পারাপার?

এক পথচারী জানান, নিয়ম মেনে রাস্তা পারাপার করতে গেলে অনেক সময় লাগে। তার চেয়ে ফাঁক গলে সহজেই যাতায়াত করা যায়। এতে সময়ও কম লাগে। পথচারী করবী সেন বলেন, “রাস্তা দিয়ে চলার সময়ে কেউ এত কিছু মনে রাখে না। ঝুঁকি জেনেও মানুষ সেই সুবিধে নেয়।”

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে খবর, এই ধরনের রেলিং রক্ষণাবেক্ষণের জন্য আগে বিভিন্ন ব্যবসায়ী সংস্থা আগ্রহ দেখাত। কিন্তু এখন আর এ বিষয়ে আগ্রহী সংস্থা পাওয়া যাচ্ছে না। ফলে এই রেলিংগুলির রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে।

ট্রাফিক বিভাগের এক কর্তা জানান, রয়েছে চোর এবং মাদকাসক্তদের উপদ্রবও। অনেক সময়ে রেলিংয়ের লোহা চুরি করে এরা বিক্রি করে দেয়। শহরের বিভিন্ন রাস্তায় ডিভাইডারের রেলিংয়ের হতশ্রী চেহারা দেখা যায়। তুলনায় রাসবিহারী অ্যাভিনিউর রাস্তার রেলিং কিন্তু অনেক বেশি ঝকঝকে, রং করা। অথচ রেলিংয়ের ফাঁক ভরাট করা হয়নি। অভিযোগ, ঝুঁকি নিয়ে পারাপারের সুবিধের জন্য ফাঁকগুলি রেখে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক দিলীপ আদক জানান, ব্যবসায়ী সংস্থাগুলি আগের মতো আগ্রহ না দেখানোয় শহরের বিভিন্ন রাস্তায় রেলিং রক্ষণাবেক্ষণে অসুবিধে হচ্ছে। তিনি বলেন, “এই সমস্যা নিরসনের নতুন উপায়ের কথা ভাবা হচ্ছে। শীঘ্রই ব্যবস্থা করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

debashis das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE