রাজারহাটে শিশু-খুনের ঘটনায় নিহতের ঠাকুরমাকে শুক্রবার টানা জেরা করেন গোয়েন্দারা। ডেকে পাঠানো হয় দুই তান্ত্রিককেও।
পুলিশ সূত্রে খবর, প্রীতি নস্কর নামে ওই শিশুটির ঠাকুরমা আরতি নস্করকে এ দিন সকাল ন’টা থেকে গভীর রাত পর্যন্ত জেরা করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। মৃত্যুর আগে প্রীতির হাতের আঙুল কাটার সঙ্গে তন্ত্রসাধনার যোগসাজশের বিষয়ে নিশ্চিত হতে দুই তান্ত্রিকের সঙ্গেও সবিস্তার কথা বলেন তাঁরা। তবে তদন্তকারীদের সন্দেহ, প্রীতির পরিজনেরা কেউ এতে যুক্ত।
বুধবার সকালে চার বছরের প্রীতির বস্তায় মোড়া ক্ষতবিক্ষত দেহ মেলে কাকা শঙ্কর নস্করের বাড়ির ছাদে। সন্ধ্যায় তার কাকা, কাকিমা কবিতাদেবী ও জ্যেঠা বিশ্বজিৎবাবুকে জেরা করে পুলিশ। প্রীতির মা বৃহস্পতিদেবীর অভিযোগের ভিত্তিতে আটক হন ভাড়াটে শ্যামল ও মধুমিতা কুশারী নামে নিঃসন্তান দম্পতিও। বিশ্বজিৎ বাবু ছাড়া বাকিদের আটকে রেখেছে পুলিশ।