স্বামীর সামনেই স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ভরা প্ল্যাটফর্মে কয়েকশো যাত্রীর সামনেই ঘটনাটা ঘটল। অথচ কেউ এই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে এলেন না! এমনটাই দমদম স্টেশনের জিআরপি থানায় বুধবার রাতে জানিয়েছেন ৩২বছরের গৃহবধূ।
উত্তর শহরতলির কাঁকিনাড়ার মাদ্রিলে বাড়ি ওই দম্পতির। বুধবার স্বরূপ পাঁজা এবং তাঁর স্ত্রী গিয়েছিলেন বেলঘরিয়াতে স্বরূপের শ্যালিকার বাড়িতে। স্বরূপের স্ত্রী বলেন, “ফেরার পথে তাঁরা সোদপুরে নেমেছিলেন। সেখানে কোনও একটি বিষয় নিয়ে দম্পতির মধ্যে একটু কথা কাটাকাটি শুরু হয়। সেই সময়েই হঠাৎ করে হাজির হয় কয়েক জন যুবক।”
স্বরূপের অভিযোগ, ওই যুবকদের অনেকেই মদ্যপ ছিলেন। তাঁরা দম্পতিকে প্রশ্ন করেন, কেন তাঁরা তর্কাতর্কি করছেন। স্বরূপ বলেন, “আমি বলি যে এটা আমাদের নিজেদের বিষয়। আপনারা মাথা গলাচ্ছেন কেন?” অভিযোগ, এর পরেই হঠাৎ ওই যুবকরা চড়াও হয় স্বরূপের উপর। মদ্যপ যুবকরা গালিগালাজ করতে থাকে এবং মারধর শুরু করে। স্বামীকে বাঁচাতে গেলে স্বরূপের স্ত্রীকেও রেওয়াত করেননি তাঁরা। স্বরূপের স্ত্রীকেও মারধর করা থেকে শুরু করে। তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তাঁর হাত ধরে প্ল্যাটফর্ম থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই দুষ্কৃতীরা।