Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Darjeeling

Landslide: তীব্র গরমেও সেবকের জাতীয় সড়কে ধস, ঘণ্টা দুয়েক বন্ধ রইল যান চলাচল

সোমবার সিকিমগামী ওই সড়কটিতে ধস নামে। যার জেরে ঘন্টা দুয়েকের জন্য রাস্তা বন্ধ থাকে।

ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যায়।

ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৪:৪৯
Share: Save:

সেবক বাঁকপুল বা করোনেশন ব্রিজে এবং কালিঝোড়ার মাঝে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামল৷ এর জেরে সোমবার ঘণ্টা দুয়েক ধরে এই এলাকায় বিপর্যস্ত হয় যান চলাচল। দেখা দেন যানজট। পরে স্থানীয় প্রশাসনের তরফে যান চলাচল স্বাভাবিক হয়। তবে তীব্র গরমেও কেন এলাকায় ধস নামল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বর্ষাকালে হলেও এলাকায় বৃষ্টির দেখা নেই। উল্টে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তা সত্ত্বেও সোমবার সিকিমগামী ওই সড়কটিতে ধস নামে। যার জেরে ঘন্টা দুয়েকের জন্য রাস্তা বন্ধ থাকে। ধসের ফলে রাস্তার দু’প্রান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রোদ ঝলমল পরিবেশে ধসের কারণ এখনও পর্যন্ত অজানা। স্থানীয়দের অনুমান, সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত যে রেল টানেল তৈরি করা হচ্ছে, তার জেরেও ধস নামতে পারে। তবে পরিস্থিতি খতিয়ে দেখে এ বিষয় মন্তব্য করা সম্ভব বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE