শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ-সহ শিক্ষাক্ষেত্রে সুস্থ পরিবেশের দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হল বামেদের ২৪টি গণ সংগঠন। তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বুধবার। পথ আটকায় পুলিশ। ধর্মতলার সভায় ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, ‘‘প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বহু পদ খালি। সরকারের হেলদোল নেই। আগের সরকারের আমলে প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হত। এখন সেখানেও দুর্নীতি!’’ শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেন, ‘‘প্রতিনিধিদের সঙ্গে ভাল পরিবেশে আলোচনা হয়েছে। তাঁরা যে সব দাবি নিয়ে এসেছিলেন, তার মধ্যে কয়েকটি নিয়ে কাজ শুরু হয়েছে। বাকিগুলিও যতটা সম্ভব, খতিয়ে দেখা হবে।’’