Advertisement
২০ জুন ২০২৪
Manik Mukherjee

মানিককে শ্রদ্ধা জানাতে সিপিএমের নেতারাও

সিপিএমের তরফে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা বিমান বসু এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এসইউসি নেতা মানিক মুখোপাধ্যায়ের শেষযাত্রায় শ্রদ্ধা নিবেদন।

এসইউসি নেতা মানিক মুখোপাধ্যায়ের শেষযাত্রায় শ্রদ্ধা নিবেদন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ০৪:৪৭
Share: Save:

এসইউসি-র প্রয়াত নেতা মানিক মুখোপাধ্যায়ের শেষ যাত্রার আগে তাঁকে শ্রদ্ধা জানালেন অন্যান্য বামপন্থী দলের নেতারা। প্রবীণ নেতা মানিক প্রয়াত হন সোমবার রাতে। কলকাতার লেনিন সরণিতে এসইউসি-র কেন্দ্রীয় দফতরে বুধবার তাঁর মরদেহ আনা হয়েছিল। দলের তরফে সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, পলিটব্যুরোর সদস্য অসিত ভট্টাচার্য, বিহার রাজ্য সম্পাদক অরুণ সিংহ এবং রাজ্য ও জেলার অন্যান্য নেতৃত্ব শ্রদ্ধা জানান। সিপিএমের তরফে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা বিমান বসু এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআইয়ের প্রবীর দেব, সিপিআই (এম-এল) লিবারেশনের পার্থ ঘোষ ও কার্তিক পাল প্রমুখ। এর পরে শুরু হয় শোকমিছিল। কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE