বিদেশ মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে মাত্র একশো-রও কম আবেদনকারী শনিবার কলকাতায় পাসপোর্ট সেবা কেন্দ্রে এলেন।
অথচ এমন প্রায় ৬ হাজার আবেদনকারীর তালিকা বানিয়েছে বিদেশ মন্ত্রক, যাঁরা পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করলেও প্রয়োজনীয় নথিপত্র জমা দেননি। রিজিওনাল পাসপোর্ট অফিসার গীতিকা শ্রীবাস্তব জানান, ২০১৩ সাল থেকে এই সব ফাইল পড়ে রয়েছে তাঁদের কাছে। এই আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশের তদন্তের জন্যও তাঁদের নথিপত্র পাঠানো সম্ভব হয়নি।
এই আবেদনকারীদের জন্যই নভেম্বরের ১৪ ও ২১ তারিখ বিশেষ আদালতের ব্যবস্থা করেছিল বিদেশ মন্ত্রক। বলা হয়েছিল, মন্ত্রকের ওয়েবসাইটে এই আবেদনকারীদের আবেদনের নম্বর তুলে দেওয়া হয়েছে। তা দেখে ওই দুই শনিবার শুধু কলকাতা নয়, বহরমপুর এবং গ্যাংটকেরও পাসপোর্ট সেবা কেন্দ্রে গিয়ে তাঁদের নথি জমা দিতে পারবেন আবেদনকারীরা। কিন্তু, গত শনিবার বিশেষ আদালতের প্রথম দিনে ওই তালিকাভুক্ত খুবই কম সংখ্যক আবেদনকারী আসেন। উল্টে সংবাদপত্রে খবর পড়ে এমন অনেক আবেদনকারী হাজির হয়ে যান যাঁদের পুলিশ রিপোর্ট এসে পৌঁছোয়নি বা অন্য কোনও কারণে পাসপোর্ট পাননি। কিন্তু, তাঁদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি। শনিবার সকাল থেকে তাঁরা সংবাদপত্রের দফতরে ফোনও করতে শুরু করেন।
গীতিকা জানান, যাঁরা নথি জমা দেননি, তাঁদের জন্যই এই আদালত। ২১ তারিখের মধ্যে ওই তালিকাভুক্ত যে আবেদনকারী নথি জমা দেবেন না, তাঁর আবেদন বাতিল হয়ে যাবে।