Advertisement
E-Paper

চা-শ্রমিকদের জন্য শ্রমমন্ত্রীকে চিঠি

মন্ত্রীকে তিনি জানিয়েছেন, উত্তরকন্যায় ত্রিপাক্ষিক বৈঠক থেকে সরকারি আধিকারিকেরাই উঠে চলে গিয়েছিলেন। এর পরে তরাই ও ডুয়ার্সে ধর্মঘটে যাওয়া চা-শ্রমিক এবং আন্দোলনের নেতারা মিছিল করে শিলিগুড়ি যাওয়ার সময়ে তাঁদের রাস্তায় আটকে দিয়ে পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৩:৪১
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ফাইল চিত্র।

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ফাইল চিত্র।

উত্তরবঙ্গে ধর্মঘটী চা-শ্রমিকদের উপরে পুলিশি ‘নির্যাতন’ বন্ধ এবং তাঁদের দাবি-দাওয়া নিষ্পত্তির জন্য দ্রুত হস্তক্ষেপ চেয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। মন্ত্রীকে তিনি জানিয়েছেন, উত্তরকন্যায় ত্রিপাক্ষিক বৈঠক থেকে সরকারি আধিকারিকেরাই উঠে চলে গিয়েছিলেন। এর পরে তরাই ও ডুয়ার্সে ধর্মঘটে যাওয়া চা-শ্রমিক এবং আন্দোলনের নেতারা মিছিল করে শিলিগুড়ি যাওয়ার সময়ে তাঁদের রাস্তায় আটকে দিয়ে পুলিশ অত্যাচার চালায় বলে অভিযোগ। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সুষ্ঠু আলোচনার বদলে পুলিশ দিয়ে মোকাবিলার এই মনোভাবের প্রতিবাদ জানিয়েছেন সুজনবাবু। শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে ফের আলোচনার পথে ফেরার আর্জি জানানো হয়েছে চিঠিতে।

Letter Labour Minister Moloy Ghatak Sujan Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy