Advertisement
E-Paper

আরও ৮৪ প্রার্থী বামেদের, কংগ্রেসের ১৬ আসনে প্রার্থী ঘোষণায় জলঘোলা

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট। এই দফায় মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। কংগ্রেস যে সব আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে, তার মধ্যে অনেকগুলিতেই প্রার্থী দিয়ে দিল বামেরা। মুর্শিদবাদে সেই সংখ্যা সবচেয়ে বেশি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৮:০৬

দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বামফ্রন্ট। এই দফায় মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। কংগ্রেস যে সব আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে, তার মধ্যে অনেকগুলিতেই প্রার্থী দিয়ে দিল বামেরা। মুর্শিদবাদে সেই সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া উত্তর দিনাজপুর এবং হাওড়াতেও বৃহস্পতিবার কংগ্রেসের আসনে প্রার্থী ঘোষণা করেছেন বিমান বসু।

বামফ্রন্টের এই দফার তালিকাতেও বেশ কয়েকজন তারকা প্রার্থীর নাম রয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত প্রার্থী হচ্ছেন তাঁর পুরনো কেন্দ্র খড়দহেই। যাদবপুরে প্রার্থী দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের সম্পাদক সুজন চক্রবর্তী। রাজারহাট-গোপালপুর কেন্দ্রে মন্ত্রী পূর্ণেন্দু বসুর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন নেপালদেব ভট্টাচার্য। আমডাঙায় প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ফের লড়ছেন আরএসপি-র প্রবীণ নেতা তথা দীর্ঘদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য থাকা বিশ্বনাথ চৌধুরী। কলকাতার এন্টালিতে লড়ছেন আর এক প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। বেলেঘাটায় রাজীব বিশ্বাস। কামারহাটি বিধানসভা কেন্দ্রে এ বারও মানস মুখোপাধ্যায়কেই টিকিট দেওয়া হয়েছে। দমদমে লড়বেন পলাশ দাস। উত্তর দমদমে তন্ময় ভট্টাচার্য।

আরও পড়ুন:

তৃণমূলকে হারাতে সব করব, বার্তা সিপিএমের

বামেদের এই দফার প্রার্থী তালিকা প্রকাশের পর মুর্শিদাবাদে জোটের প্রচেষ্টা জোর ধাক্কা খেল বলে মনে করছে রাজনৈতিক শিবির। কংগ্রেস যে সব আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছে, তার মধ্যে ৮টি আসনে এ দিন বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেই আসনগুলির মধ্যে রয়েছে বড়়ঞা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সুতি, সাগরদিঘি, নওদা। এ ছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং হাওড়ার মধ্য হাওড়া কেন্দ্রে কংগ্রেস লড়বে বলে জানানো সত্ত্বেও বামফ্রন্ট ওই দুই আসনে এ দিন প্রার্থী ঘোষণা করেছে। অবশ্য বামফ্রন্টের মূল শরিক নয়, সহযোগী জেডিইউ-কে ওই আসনদু’টি ছাড়া হয়েছে।

Left front Adjustment Second list Jolt for alliance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy