তিলজলার মসজিদ বাড়ি এলাকায় এক বৃদ্ধাকে খুনের দায়ে ফিরোজ হোসেন নামে এক দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত। তার ১০ হাজার টাকা জরিমানাও করেছেন দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায়। সরকারি আইনজীবী অলোক দত্ত জানান, ২০১০-এর ২৫ জানুয়ারি রাতে তিলজলায় চন্দন পোদ্দার নামে এক ব্যক্তির দোকানে চুরি করতে গিয়েছিল ফিরোজ। দোকানে চন্দনের বৃদ্ধা মা ঘুমোচ্ছিলেন। ফিরোজ দোকানে ঢুকে ভাঙা কাঁসা, পিতলের টুকরো বস্তায় ভরার সময়ে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করলে ফিরোজ ছুরি দিয়ে তাঁকে ১৮ বার আঘাত করে।