Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ইনফোসিসের কাজে বাধা, নালিশ থানায়

হিডকো সূত্রের খবর, রাজ্য সরকার জমি দিয়েছে ইনফোসিসকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংস্থাকে রাজ্যে আনতে উদ্যোগী হন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০২:৫১
Share: Save:

নিউ টাউনের অ্যাকশন এরিয়া তিন নম্বরে ভাঙড় এলাকায় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ নির্বাচনের আগে থেকে সেই কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। হিডকোর পক্ষ থেকে এই বিষয়ে লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

হিডকো সূত্রের খবর, রাজ্য সরকার জমি দিয়েছে ইনফোসিসকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংস্থাকে রাজ্যে আনতে উদ্যোগী হন। ইনফোসিস-কর্তৃপক্ষ তাঁদের জমিতে পাঁচিল তোলার ভার দেন হিডকোকে। পাঁচিল তোলার খরচ হিসেবে হিডকোকে টাকাও মিটিয়ে দেয় ওই তথ্যপ্রযুক্তি সংস্থা। ঠিকাদার নিয়োগ করে পাঁচিলের কাজ চলছিল। সম্প্রতি কিছু বাসিন্দা দাবি করেন, জমির ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু জমির মালিকানার নথি দেখাতে পারছেন না তাঁরা। জমির কারবারিরা পিছন থেকে কলকাঠি নাড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের খবর, এ ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রশ্ন নেই। কেননা দাবিদার নেই। তাঁদের কাছে বিষয়টি এলে খতিয়ে দেখা হবে।

মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা-সমাবেশে বারবার বলছেন, কোনও শিল্প সংস্থার উপরে জোরজুলুম করা যাবে না। জোরজুলুমের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় ইনফোসিসের কাজ বন্ধ হয়ে যাওয়ায় নড়েচড়ে বসেছেন হিডকো-কতৃর্পক্ষ। পাঁচিলের কাজে যুক্ত ঠিকাদার সংস্থা কাজ বন্ধের বিষয়টি হিডকোকে জানানোর পরেই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তৎপর হয়েছে পুলিশ। তবে হিডকোর এক উচ্চপদস্থ কর্তার দাবি, পাঁচিল তোলার কাজ বন্ধ হয়নি। পাঁচিল তোলার কাজ পুরোদমে চলছে। একটি আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। দ্রুত আলোচনায় বসে সেই সমস্যা মিটিয়ে ফেলা হবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Infosys New Town Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE