Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দুর্নীতির অভিযোগে তোপ অভিষেকের

বুধবার তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার ময়দানে কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে সভা করেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা 
তুফানগঞ্জ শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০৩:২৮
Share: Save:

বছরভর তাঁদের দেখা মেলেনা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার ময়দানে কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের সমর্থনে সভা করেন অভিষেক। তিনি বলেন, ‘‘দীপাবলির রাতে অনেক শ্যামাপোকাকে ঘুরতে দেখা যায় সব জায়গায়। দীপাবলির পরে আর এদের দেখা মেলেনা। শিলিগুড়িতে নরেন্দ্র মোদী, আলিপুরদুয়ারে অমিত শাহ সভা করেছেন। সারা বছর এদের কখনওই চোখে দেখে না সাধারণ জনগণ। দোরগোড়ায় ভোট, আর এঁরা এসে হাজির।’’

নাম না করে এ দিন অভিষেক কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিককেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘আমরা ডাস্টবিনে নোংরা ফেলে দিয়েছি। বিজেপি উচ্ছিষ্ট তুলে নিয়ে কোচবিহারে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে রয়েছে ১১টি মামলা, বিরাট বিরাট দুর্নীতির সাথে যুক্ত, সেই দুর্নীতিবাজদের বিজেপি সাংসদ করতে চাইছে।’’ নিশীথ প্রামাণিক পাল্টা বলেন, ‘‘কে উচ্ছিষ্ট তা ভোটের ফল প্রকাশ হলেই তৃণমূল বুঝতে পারবে। একজন কোচবিহারের ছেলেকে কলকাতা থেকে কেউ এসে কিছু বলে গেলে কোচবিহারবাসী সেটা কখনওই মেনে নেবেন না। তার জবাব দেবেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অভিষেকের সভা ঘিরে বিতর্ক ছড়িয়েছে তুফানগঞ্জের শিক্ষা-মহলেও। বিরোধীদের অভিযোগ, একাধিক স্কুলের পঠনপাঠন বন্ধ রেখে বা ছুটি দিয়ে শিক্ষক ছাত্র-ছাত্রীদের দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার মাঠ ভরানোর চেষ্টা করেছে তৃণমূল। যদিও তৃণমূলের দাবি, বিরোধীরা অপপ্রচার করছে। তুফানগঞ্জ সরকারি বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘‘কী কারণে ছুটি ও পঠন-পাঠন বন্ধ রাখা হয়েছে তা জানতে চাওয়া হবে। সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে শো-কজ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE