গত ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নির্বাচনী সভা করেছিলেন, আজ বুধবার আরামবাগের সেই পারুল মাঠেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার আয়োজন হয়েছে। আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে এই সভারও সময় রাখা হয়েছে ২টা নাগাদ।
মুখ্যমন্ত্রীর সভায় লোক হয়নি। দলের নেতাদের দাবি ছিল, রোদ-গরমের জন্যই হাজার আটের বেশি লোক হয়নি। এ বার একই পরিস্থিতিতে বিজেপির নির্বাচনী সভায় লোক সমাগম নিয়ে আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই চ্যালেঞ্জ নিয়েই একই জায়গায়, প্রায় একই সময়ে অমিত শাহের সভার আয়োজন করেছেন।
সভার আয়োজকদের পক্ষে বিজেপির আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “মানুষ সঙ্গে থাকলে রোদ-গরম যে কোনও বাধা নয়, তা আমাদের সভাতেই প্রমাণ হবে। আরামবাগ কেন্দ্রের সাতটা বিধানসভা এলাকা থেকে ৫০ থেকে ৬০ হাজার মানুষ তো আসবেনই। লক্ষ মানুষেরও সমাগম হয়ে যেতে পারে।”
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ব্যবস্থাও রাখা হয়েছে পরিস্থিতি অনুযায়ী। সভায় গাড়ি রাখার জন্য গড়বাড়ি, দৌলতপুর এবং বিশালক্ষ্মী মাঠে ব্যবস্থা হয়েছে। ব্যবস্থা হচ্ছে পানীয় জল, অস্থায়ী শৌচাগার এবং অ্যাম্বুল্যান্সেরও। মুখ্যমন্ত্রী, পারুল সভাস্থল সংলগ্ন বানানো অস্থায়ী হেলিপ্যাডে নেমেছিলেন। অমিত শাহের হেলিকপ্টার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ নামবে দ্বারকেশ্বর নদীর গায়ে পল্লিশ্রী হেলিপ্যাডে। সভাস্থল থেকে সেটি প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে। সেখান থেকে গাড়ি কনভয়ে পৌঁছবেন পারুলের সভাস্থল।