Advertisement
১৮ মে ২০২৪

অনুব্রতের বাড়ি ঘুরেই প্রচারে অসিত

বোলপুর শহরের বিভিন্ন রাস্তায় ঘোরেন অসিতবাবু।

প্রচারে: অসিত মাল। নিজস্ব চিত্র

প্রচারে: অসিত মাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৮:৪১
Share: Save:

দলের জেলা সভাপতির বাড়ি ঘুরে পথে প্রচার শুরু করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। শনিবার সকালে। দলীয় সূত্রে খবর, প্রচার শুরুর আগে অনুব্রত মণ্ডল তাঁকে বলেন, ‘‘আর দেরি করো না। মানুষ তোমার জন্যে অপেক্ষায় রয়েছে। এখনও বেরিয়ে পড়ো।’’

বোলপুর শহরের বিভিন্ন রাস্তায় ঘোরেন অসিতবাবু। পথচারীদের সঙ্গে পরিচয় করেন। ৮ নম্বর ওয়ার্ডে নিজেরই প্রচারে দেওয়াল লিখনেও শামিল হন। পরে যান লাভপুরে ফুল্লরামায়ের মন্দিরে। তার পরে লাভপুরের কুরুন্নাহারে দলীয় কর্মীদের সঙ্গে ভোটর রণকৌশল নিয়ে বৈঠক করেন তিনি। পরে তারাশঙ্করের ধাত্রীদেবতা ঘুরে শ্রীনিকেতনে পৌঁছন।

তৃণমূল থেকে বহিষ্কৃত বোলপুরের সাংসদ অনুপম হাজরার বিষয়ে অসিতবাবু বলেন, ‘‘বোলপুরের মানুষ অনুপম হাজরাকে ভুলে গিয়েছেন। তাঁরা উন্নয়নের সঙ্গে থাকতে চান। উনি (অনুপম) নন, বোলপুরে উন্নয়নের সব কাজ করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূলকেই ভোট দেবেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিনই বোলপুরে তৃণমূলের পুরপ্রতিনিধি সুকান্ত হাজরা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অসিতবাবুর সমর্থনে প্রচার শুরু করেন। পথচারীদের নকুলদানা ও জল বিতরণ করেন তাঁরা। বোলপুর লজের মোড় থেকে শান্তিনিকেতনের রাস্তা পর্যন্ত তাঁদের প্রচারাভিযান চলে।

দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে গুড়-বাতাসার মতোই লোকসভা নির্বাচনের প্রচারে নকুলদানা বিলির নির্দেশ দিয়েছিলেন অনুব্রত। তিনি জানিয়েছিলেন, প্রতি বুথ এলাকায় তা বিলি করা হবে। সুকান্তবাবু বলেন, ‘‘দলের নেতার নির্দেশ মেনেই আমরা এ ভাবে প্রচারে নেমেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE