Advertisement
E-Paper

আদালতে সারাদিন, সভায় নেই জন

জন জানান, ২০০৯ সালের পুরনো একটি মামলায় এ দিন আলিপুরদুয়ার আদালতে তাঁর হাজিরা ছিল।

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ১০:০০
আলিপুরদুয়ার আদালত চত্বরে জন। ছবি: নারায়ণ দে

আলিপুরদুয়ার আদালত চত্বরে জন। ছবি: নারায়ণ দে

আদালতে হাজিরা দিতেই পেরিয়ে গেল কার্যত গোটা দিন। তার জেরে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়াই হল না আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লার৷ বিজেপির অভিযোগ, নির্বাচন কাছে এলেও বুধবার দিনের বেলায় সে ভাবে প্রচারও করতে পারলেন না তিনি৷ এই পরিস্থিতির জন্য অবশ্য তৃণমূলকেই দুষছেন বিজেপির এই প্রার্থী।

জন জানান, ২০০৯ সালের পুরনো একটি মামলায় এ দিন আলিপুরদুয়ার আদালতে তাঁর হাজিরা ছিল। তার জেরে এদিন শিলিগুড়িতে মোদীর জনসভায় যাওয়ার পরিকল্পনা তাঁকে বাতিল করতে হয়৷ সকালে দু’টি চা বাগানে সামান্য প্রচার চালিয়েই আদালতে চলে আসেন তিনি৷ আদালতে প্রায় বিকেল পর্যন্ত থাকতে হয় তাঁকে। তারপর কালচিনিতে প্রচারে বের হন জন।

এক সময় আদিবাসী বিকাশ পরিষদের নেতা বলে পরিচিত জন গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন৷ সেবার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থীও হন৷ কিন্তু ভোটে হারতে হয় তাঁকে৷ এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দাবিদার বেশ কয়েকজন নেতাকে বাদ দিয়ে আলিপুরদুয়ার কেন্দ্রে জনকেই প্রার্থী করে বিজেপি৷

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মনোনয়ন পেশের সময় জন যে হলফনামা জমা দেন তাতে দেখা যায় বিজেপির এই প্রার্থীর নামে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, বীরপাড়া ও জয়গাঁ ও জলপাইগুড়ির নাগরাকাটা, বানারহাট ও ধূপগুড়িতে ন’টি মামলা রয়েছে৷ এমনই একটি মামলার জন্য গত পঞ্চায়েত নির্বাচনের সময় জনকে বেশ কিছুদিনের জন্য আলিপুরদুয়ারে জেল খাটতেও হয়েছিল৷

এ জন্য অবশ্য শাসক দল তৃণমূলকেই দুষেছেন জন। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর কথায়, “এত কম সময়ের মধ্যে ভোট৷ প্রত্যেক মানুষই আমায় দেখতে চাইছেন৷ তাই এ দিন প্রধানমন্ত্রীর জনসভায় যেতে চেয়েছিলাম৷ কর্মীরা প্রধানমন্ত্রীর পাশে আমায় দেখলে তাদের মনোবলও বাড়ত৷ কিন্তু আমি যাতে মানুষের পাশে থেকে কাজ করতে না পারি, সেজন্য তৃণমূলের কথায় আমায় বিরক্ত করতে পুলিশ নানা মামলা দিয়েছে৷ তাই বুধবার প্রায় গোটা দিনটাই আদালতে কাটাতে হল৷ প্রচারেও ক্ষতি হয়ে গেল৷”

যদিও জেলা তৃণমূলের এক নেতা পাল্টা বলেন, ‘‘অনেক অপরাধমূলক কাজে জনের নামে মামলা হয়েছে৷ তাই আইন অনুযায়ীই তাঁকে হয়তো কোনও মামলায় এ দিন আদালতে হাজিরা দিতে হয়েছে৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্কই নেই৷’’

Lok Sabha Election 2019 BJP Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy