মঙ্গলবার আমডাঙায় নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন তৃণমূল নেত্রী। হঠাৎই মঞ্চের ডান দিক থেকে মহিলারা বলতে শুরু করেন, একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বক্তৃতা থামিয়ে কী হয়েছে বুঝে ঈষৎ ক্ষুণ্ণ হন মমতা। বলেন, ‘বাচ্চা হারিয়ে গিয়েছে বলে আমাদের সভা বন্ধ হবে কেন? বাচ্চা খুঁজে দেওয়া হবে। পুলিশের কাছে নাম লেখান।’’ তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় ফের মমতা বলেন, ‘‘সভা নষ্ট করতে নেই এ ভাবে, সেটা বোঝো।’’
ছন্দপতন হওয়ায় আর তাঁর বক্তৃতা করার ‘মুড’ নেই বলেও জানান মমতা। কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে পাওয়া গিয়েছে, মঞ্চ থেকে জানান মমতাই। তার পর অবশ্য তিনি বক্তৃতা করেন।