Advertisement
০৪ মে ২০২৪

দেশ-বিদেশে লড়াইয়ের অভিজ্ঞতা সম্বল পল্লবের 

এ দিন বেলা ১১টা নাগাদ টাউনহল এলাকায় নতুন বাজারে যান পল্লব। জিনিসপত্রের দরদাম জানতে চান। ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করেন। পল্লব জানান, দেশে-বিদেশে অনেক লড়াইয়ের অভিজ্ঞতা তাঁর আছে।

প্রচার: পল্লব সেনগুপ্ত। বসিরহাটে। —নিজস্ব চিত্র ।

প্রচার: পল্লব সেনগুপ্ত। বসিরহাটে। —নিজস্ব চিত্র ।

নিজস্ব সংবাদদাতা 
বসিরহাট শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০২:৪৮
Share: Save:

টালিগঞ্জের তারকা নয়, গরিবের প্রতিনিধিকে পাঠান সংসদে— এমনই স্লোগান দিয়ে সোমবার বসিরহাট শহরের বাজারে-দোকানে গিয়ে প্রচার সারলেন সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত।

এ দিন বেলা ১১টা নাগাদ টাউনহল এলাকায় নতুন বাজারে যান পল্লব। জিনিসপত্রের দরদাম জানতে চান। ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করেন। পল্লব জানান, দেশে-বিদেশে অনেক লড়াইয়ের অভিজ্ঞতা তাঁর আছে। তাই বসিরহাটে প্রার্থী হলে এখানকার মানুষের জন্য লড়াই করতে তাঁর অসুবিধা হবে না। ৭ এপ্রিল থেকে বসিরহাটে জোরদার প্রচার শুরু করবেন বলে জানালেন প্রার্থী।

অন্য দিকে, দেরিতে নাম ঘোষণা হওয়ার প্রাথমিক অসুবিধাকে দূর করে প্রচারে জোর বাড়িয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম দিলু। দিনরাত এক করে প্রচার চলছে। ভোটারদের বলছেন, তৃণমূল, বিজেপি, সিপিআই মানুষের ইচ্ছার মর্যাদা না দিয়ে বাইরে থেকে প্রার্থী এনেছেন। তিনিই একমাত্র বসিরহাটের বাসিন্দা। সুবিধা-অসুবিধায় মানুষ তাঁর কাছে যেতে পারবেন। বাদুড়িয়ার বিধায়ক দিলুর কথায়, ‘‘আটবারের বিধায়ক ছিলেন আমার বাবা কাজি আব্দুল গফ্ফর। তাঁর হাত ধরে ঘোরায় বসিরহাটের অলিগলি আমার চেনা। মানুষের সমস্যার কথা আমার জানা।’’ তাঁর কথায়, ‘‘এই কেন্দ্রে ১৫ লক্ষ ভোটারের মধ্যে বিরোধীরা একজনকেও প্রার্থী করতে না পারায় মানুষ অপমানিত।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Pallab Sengupta CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE