Advertisement
১৬ এপ্রিল ২০২৪

কী ভাবে গণনা রাজ্যে

পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার বা অ্যাসিট্যান্ট রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে।

শেষ আপডেট: ২১ মে ২০১৯ ০৪:৩১
Share: Save:

৪২টি লোকসভা কেন্দ্র . ৫৮টি গণনা কেন্দ্র . ৩৮৩টি হল

সকাল সাড়ে ছ’টা

• পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার বা অ্যাসিট্যান্ট রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে।

গণনা শুরু: সকাল ৮টা

• পোস্টাল ব্যালট দিয়ে

• ৫০০ পোস্টাল ব্যালট পিছু একজন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার।

• ইলেকট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম (ইটিপিবিএস)। সার্ভিস ভোটাররা (সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জন্য) এই পদ্ধতিতে ভোট দিয়েছেন।

• ইটিপিবিএসের তিনটি অংশে কিউ আর কোড থাকবে। তা স্ক্যান করার জন্য প্রতি ৫০০ ভোট পিছু ৩টে মেশিন থাকবে।

৮টা ১০ মিনিট

• ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গণনা শুরু।

• ইভিএমের কন্ট্রোল ইউনিটের তৃতীয় অংশে থাকে রেজাল্ট সেকশন। আউটার ডোরে একটি ফ্ল্যাপ থাকে। তা খোলা হয়। তারপর ইন্ডোর ডোর খোলা হয়। সেখান থেকেই ইভিএমে থাকা প্রার্থীর প্রাপ্ত ভোট জানা যায়। ওই রেজাল্ট সেকশনটি জালের বাইরে থাকা প্রার্থীর এজেন্টকে দেখানো হবে।

• প্রতিটি রাউন্ডের গণনার শেষে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সই করবেন। পরের রাউন্ডের ইভিএম গণনাকেন্দ্রে আসবে। এ ভাবেই গণনা চলবে। পর্যবেক্ষকের সইয়ের পরেই তা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, নিউ সুবিধা অ্যাপ, ভোটার হেল্পলাইন অ্যাপে দেখা যাবে।

• ইভিএমের গণনা শেষ হওয়ার পরে ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) গণনা হবে।

• ভিভিপ্যাট গণনার জন্য বিধানসভা পিছু পাঁচটি করে বুথ লটারিতে বাছাই হবে।

• পর্যবেক্ষক, প্রার্থী বা তাঁর প্রতিনিধির উপস্থিতিতে রিটার্নিং অফিসার লটারি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

• ভিভিপ্যাট গণনার জন্য ভিভিপ্যাট কাউন্টিং বুথ (ভিসিবি) তৈরি হবে। পাঁচ দিক ঢাকা। যা ব্যাঙ্কের ক্যাশিয়ারের কাউন্টারের মতো হবে।

• ভিভিপ্যাটের ১০x৫.৬ সেন্টিমিটার কাগজের বান্ডিল গুনতে জলে আঙুল ভেজানো যাবে না।

• ২৫টি করে ভিভিপ্যাটের কাগজ বান্ডিল হবে।

• যদি কোনও বুথের ইভিএমের কন্ট্রোল ইউনিট প্রার্থীর প্রাপ্ত ভোট না দেখায়, তা হলে সংশ্লিষ্ট বুথের ভিভিপ্যাট গণনা হবে। ওই বুথে ভিভিপ্যাটের গণনাই চূড়ান্ত হবে। সেক্ষেত্রে লটারি প্রক্রিয়ায় ওই ভিভিপ্যাটটি থাকবে না।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

নিরাপত্তা

প্রথম ধাপ

• গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকায় অনুমতিহীন কেউ থাকতে পারবেন না। নিরাপত্তায় থাকবে জেলা এগজিকিউটিভ পুলিশ (ডিইপি)।

দ্বিতীয় ধাপ

• গণনাকেন্দ্রের প্রেমিসেসের দরজায় ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর নিয়ে রাজ্য সশস্ত্র পুলিশ

তৃতীয় ধাপ

• গণনাকেন্দ্র এবং স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী

• পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ছাড়া কেউ গণনাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

• মহিলাদের হাতব্যাগ নিয়ে প্রথম ধাপ পেরোনো যেতে পারে। কিন্তু বড় ব্যাগ, জলের বোতল বা খাবার নিয়ে ভিতরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

গণনাকর্মী

পোস্টাল ব্যালট গণনায়

• এক জন কাউন্টিং সুপারভাইজার, দু’জন কাউন্টিং অ্যাসিট্যান্ট, একজন কাউন্টিং মাইক্রো পর্যবেক্ষক

ইভিএম গণনায়

• একজন কাউন্টিং সুপারভাইজার

• একজন কাউন্টিং অ্যাসিট্যান্ট

• একজন কাউন্টিং মাইক্রো পর্যবেক্ষক।

• এখনও পর্যন্ত ১৪৪ জন পর্যবেক্ষক গণনা প্রক্রিয়ায় থাকবেন বলে স্থির করেছে কমিশন। এক জন পর্যবেক্ষক পিছু দু-চারটি বিধানসভাকেন্দ্র থাকার কথা

(সূত্র: নির্বাচন কমিশন)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE