Advertisement
E-Paper

এখানে এক জনের গায়েও হাত দিতে দেব না, আশোকনগরে এনআরসি নিয়ে চ্যালেঞ্জ মমতার

বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে পর পর দু’বার এই কেন্দ্রে জিতেছেন। অন্য দিকে বিজেপি প্রার্থী করেছে মৃণাল কান্তি দেবনাথকে। কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুব্রতা দত্ত। বামেরা প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসকে। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৯ ১৫:০০
নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

মমতার ‘গণতন্ত্রের থাপ্পড়’-এর জবাব দিয়েছেন মোদী। আবার তৃণমূলের নেতাদের ‘কয়লা মাফিয়া’ বলে তোপ দেগেছেন মোদী। তার জবাবে মোদীকে ‘কান ধরে ওঠবোস’ করার কথা বলেছেন তৃণমূল নেত্রী। তৃণমূল-বিজেপি যুযুধান দু’পক্ষের এই তপ্ত বাগ্‌যুদ্ধের মধ্যেই আজ শেষ হচ্ছে ষষ্ঠ দফার ভোটপ্রচার। এ বার সপ্তম তথা অন্তিম দফার প্রস্তুতি।

আজ বারাসত কেন্দ্রের অশোকনগরে ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সভামঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী।

বারাসত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে পর পর দু’বার এই কেন্দ্রে জিতেছেন। অন্য দিকে বিজেপি প্রার্থী করেছে মৃণাল কান্তি দেবনাথকে। কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুব্রতা দত্ত। বামেরা প্রার্থী করেছে ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসকে।

যা বললেন মমতা

• এখানেও এনআরসি করবে বলছে, কিন্তু এখানে একটা লোকের গায়ে হাত দিতে দেব না

• অসমে এনআরসি করেছে, ২২ লক্ষ লোককে তাড়িয়েছে

• তাই বিজেপির এই ধমকানি-চমকানিকে আমি ভয় পাই না

• আমি সিপিএমের বিরুদ্ধে লড়েছি, কংগ্রেসের বিরুদ্ধে লড়েছি

• আমি সবার বিরুদ্ধে একা লড়াই করছি

• তাই বাংলা এ বার পথ দেখাবে

• আমরা চাই শান্তিতে বসবাস করতে

• তাই এই বিজেপি চাই না, এই মোদী চাই না, অমিত শাহ চাই না

• এখন আবার হয়েছেন চৌকিদার, কিন্তু এখন চৌকিদার কেমন হয়েছেন?

• আগে কেটলি নিয়ে ঘুরে বেড়াত, এখন কেটলি নেই, সাথে আছেন জেটলি

• গণতন্ত্রের মাধ্যমে জবাব দেবেন, এটাই তো ‘গণতন্ত্রের থাপ্পড়’

• কিন্তু বুড়ো খোকা দেশ ভাঙলে কী করবেন?

• একটা ছোট্ট ছেলে যদি গ্লাস ভাঙে, মা তাকে হয়তো থাপ্পড়ও মারে, পরে আবার আদরও করে

• মা-বোনেরা আপনারা বলুন, আপানারা বেরোতে পারেন না?

• এখানে এসে বলছে, রাস্তায় মেয়েরা বেরোতে পারে না

• আমরা আমাদের যা আছে সেটা নিয়েই গর্ব করব

• এটাই বাংলার সংস্কৃতি, এটাই নজরুল শিখিয়েছেন, এটাই রবীন্দ্রনাথ শিখিয়েছেন

• খ্রিস্টানদের বড়দিন হয়

• হিন্দুদের যেমন পুজো হয়, মুসলিমদেরও রোজা হয়, বখরিদ হয়

• কী মায়েরা, ভাই বোনেরা আপনারা বলুন, এখানে দুর্গাপুজো হয় কি হয় না?

• এখানে এসে বলছেন, মমতাদিদি দুর্গাপুজো করতে দেয় না

• আমি অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি, এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি দেখিনি

• এই রকম প্রধানমন্ত্রী আগে কোনও দিন দেশ দেখেনি, দেখবেও না

• আমাকে ডাকা হয়েছিল, আমি যাব বলেছিলাম, কিন্তু মোদী ভয় পেয়ে আটকে দিল

• আমি শিকাগো নামে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি

• আমি শিকাগোয় যেতে চাই না, শিকাগো, যেখানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন

• আমি একটা হিন্দু ঘরের মেয়ে, আমি পুরীতে পুজো দিতে গিয়েছি

• ওনার একদিন মনে হবে, ব্যাঙ্ক বন্ধ করে দেবেন

• বললেন সন্ত্রাসবাদ বন্ধ হবে, কালো টাকা বন্ধ হবে, হয়েছে?

• হঠাৎ এক দিন মনে হল, নোট বাতিল করে দিলেন

• এখন সেটা তুলে দিয়েছে, কিছু আরএসএস-এর লোকদের নিয়ে নীতি আয়োগ করেছে, যার কোনও নীতিও নেই, আয়োগও নেই

• নেতাজি সুভাষ চন্দ্র বসু একটা প্ল্যানিং কমিশন করেছিলেন

• আপনার যা যা প্রশ্ন আমাকে করবেন, আমি উত্তর দেব, আমার প্রশ্নেরও উত্তর দিতে হবে

• আপনিও বসবেন, আমিও বসব, আপনার পছন্দের কোনও চ্যানেলেই বসুন

• আমি কতবার বলেছি, আপনি আমার সঙ্গে বসুন, আপনি না হয় টেলিপ্রম্পটার দেখে বলবেন, আমি আন্দাজে বলব

• একটারও কাউন্সিলর হওয়ার যোগ্যতা নেই

• আর যাঁদের দাঁড় করিয়েছে, এরা কারা?

• আমাদের সাংসদরা দায়িত্বশীল

• আমরা সব করে দিয়েছি, কিন্তু মোদীবাবু, আপনি কী করেছেন?

• গুরুচাঁদ-হরিচাঁদ কলেজ করা হয়েছে, বারাসতে ইছামতীর উপর ব্রিজ করে দেওয়া হয়েছে

• এই জেলায় জলের জন্য ৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে

• এখানে অনেক পরিকাঠামোর উন্নতি হয়েছে

• আমরা এখানে আর্সেনিকমুক্ত জলের জন্য ৭০০ কোটি টাকা দিয়েছি

• কৃষকের ফসল নষ্ট হলে শষ্য বিমার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার

• কৃষক পরিবারকে আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য সরকার

• এখানকার মানুষ কন্যাশ্রী পান, সবুজ সাথী প্রকল্পে সাইকেল পান

• নিজে কী করেছেন, সে কথা বলছেন না, শুধু বলছেন মমতাজি কী করেছেন

• এটা আপনার নির্বাচন, আপনি কী করেছেন তার জবাব দিতে হবে

• ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ

• আর নরেন্দ্র মোদী, আপনি ১৫ লক্ষ টাকা দেবেন বলেছিলেন, দিয়েছেন?

• আমি একটা ম্যানিফেস্টো করেছি, তার সব পালন করেছি

• আপনি একটা প্রধানমন্ত্রী, পাঁচ বছর দেশ চালিয়েছেন

• নোট বাতিল থেকে কত টাকা কামিয়েছেন, জনগনকে জবাব দিতে হবে

• আজ প্রচার শেষ হচ্ছে (ষষ্ঠ দফা), শুরু হয়ে গিয়েছে টাকা বিলি

• যেই প্রচার শেষ হচ্ছে, টাকা বিলি করা শুরু হচ্ছে

• নরেন্দ্র মোদী যে হেলিকপ্টারে নামছেন, সেখানে কোনও চিত্রগ্রাহককে ঢুকতে দেওয়া হয় না কেন? এমনকি, নির্বাচন কমিশনের চিত্রগ্রাহককেও ঢুকতে দেওয়া হয় না

Lok Sabha Election 2019 Mamata Banerjee TMC Campaign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy