Advertisement
E-Paper

বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে অমিত শাহের সমর্থনে একটি কথাও বললেন না মোদী

এর আগে রাজ্যে ভোট প্রচারে এসে প্রায় প্রতিটি সভাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মোদী।

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:১৫
টাকির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে

টাকির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে

মঙ্গলবারই অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার হয়েছে কলকাতায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় কার, তা নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে চলছে চাপানউতোর। তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে ভোট প্রচারে এসে সেই মূর্তি ভাঙা নিয়ে একটি কথাও বললেন না নরেন্দ্র মোদী। অমিত শাহের সমর্থনে বা তৃণমূলের বিপক্ষেও এ নিয়ে কোনও মন্তব্য নেই মোদীর টাকির জনসভায়। শুধু বলেছেন, ‘‘দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। তার ২৪ ঘণ্টার মধ্যেই গুন্ডারা অমিত শাহের রোড শোতে হামলা চালিয়েছে।’’

এর আগে রাজ্যে ভোট প্রচারে এসে প্রায় প্রতিটি সভাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মোদী। কখনও ‘স্পিডব্রেকার দিদি’ বলে খোঁচা দিয়েছেন, কখনও বা তৃণমূলের বিরুদ্ধে এনেছেন সিন্ডিকেট-তোলাবাজির অভিযোগ। তার মধ্যেই মঙ্গলবার অমিত শাহের রোড শোয়ে অশান্তি। এই উত্তপ্ত রাজনৈতিক বাতবারণে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

বসিরহাট কেন্দ্রের টাকিতে নির্বাচনী সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সায়ন্তন বসুকে। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী নুসরত জাহান। মূল লড়াই এই দু’জনের মধ্যে হলেও ময়দানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী কাজি আবদুর রহিম এবং সিপিএমের পল্লব সেনগুপ্ত।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঝালিয়ে নিন আপনার জ্ঞানভাণ্ডার

টাকিতে মোদীর বক্তব্য

• আপনার একটি ভোটে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন বার টাকা জমা পড়বে

• আপনার একটি ভোট চিট ফান্ডের লুটেরাদের শাস্তি নিশ্চিত করবে

• এই জন্যই পদ্মফুলে ভোট দেওয়ার জন্য ঘর থেকে বেরোবেন

• এই দিদিকে কি আপনারা ক্ষমা করতে পারবেন?

• উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে তৈরি আছেন, দিদি আপনার এ কি অবস্থা হল?

• দিদি তো এমন মানসিক ভারসাম্য হারিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রীকে মানেন না

• দেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সুর মেলানো দিদিকে শিক্ষা দেওয়া জরুরি

• কিন্তু এটা আমরা কিছুতেই হতে দেব না

• ওঁনার মনে হচ্ছে, এই তোলাবাজি আর গুন্ডাগিরিতেই ওনার দল চলবে, ওনার সরকার চলবে

• আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব না

• ২৩ মে-র পর আমার শপথ নেওয়ার পর আমার কাছে আসবেন

• আপনার রাগ ঠান্ডা করার জন্য, আপনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুন, আপনি লড়ুন

• আপনি তো শিল্পী, ছবি আঁকেন, শুনেছি আপনার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়

• একটা প্রশ্ন, একটা ছবির জন্য এত রাগ

• মনে রাখবেন, যে জনতা আপনাকে মাথায় তুলতে পারে, তারাই আপনাকে মাটিতেও নামিয়ে আনতে পারে

• আর বাংলার মানুষ পদ্মফুলে ভোট দিয়ে এর জবাব দেবেন

• মমতা দিদি, আপনি বাংলাকে জরুরি অবস্থার সময়ের দিকে নিয়ে যাচ্ছেন

• দিদি, বাংলাকে আপনি কোথায় নিয়ে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন ?

• এখানে প্রার্থী, নেতাদের উপর হামলা করা হচ্ছে

• বছর দু’য়েক আগে দিদির মঞ্চে দুই যুবতী উঠে পড়েছিলেন, তাঁদের সঙ্গে কী ব্যবহার করেছিলেন তা সবাই জানেন

• ক্ষমতা হারানোর ভয়ে কাঁপছেন মমতা

• এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, নেতাজির মতো মহাপুরুষরা জন্মেছেন, তাঁরা দিদির এই একনায়কতন্ত্র ক্ষমা করবে না

• সব মিলিয়ে এনডিএ কোথায় যাবে, তা ভেবে দেখুন দিদি

• পুরো ভোট শেষে একা বিজেপিই ৩০০-র বেশি আসন পাবে, আর তাতে বাংলার বড় ভূমিকা থাকবে

• দিদি, আপনি জেনে রাখুন, ষষ্ঠ দফা পর্যন্তই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে

• আজ দিদি আপনার ছায়া দেখেই কাঁপছেন, ওঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে

• সেই কারণেই আপনার গালি এবং হুমকির কোনও ফল আমার উপর পড়ে না

• আপনি জানেন না, মোদীকে রক্ষা করার জন্য ১৩০ কোটি দেশবাসী রয়েছেন

• আপনি কী মনে করেন, মোদী আপনার গালাগালিতে ভয় পাবে

• আর যখন রাজ্যবাসী প্রশ্ন তুলছেন, তখন আপনি গালি দিচ্ছেন

• চিট ফান্ডের লুটেরাদের বাঁচাতে আপনি রাস্তায় বসে পড়ছেন

• আর উনি যে অ্যাজেন্ডা নিয়েছিলেন, তার ২৪ ঘণ্টার মধ্যেই অমিত শাহের রোড শোয়ে হামলা চালিয়েছেন দলের কর্মীরা

• মমতা দিদি দু’দিন আগেই বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন, এটা ঘোষণা করেছিলেন

• এতটাই ঘাবড়ে গিয়ে কোন পর্যায়ে নেমেছেন, সেটাও দেশবাসী দেখছে

• বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিজেপির ঢেউ দেখে ঘাবড়ে গিয়েছেন

Lok Sabha Election 2019 BJP Narendra Modi Basirhat Taki
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy