ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে ঝালিয়ে নিন আপনার জ্ঞানভাণ্ডার
টাকিতে মোদীর বক্তব্য
• আপনার একটি ভোটে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন বার টাকা জমা পড়বে
• আপনার একটি ভোট চিট ফান্ডের লুটেরাদের শাস্তি নিশ্চিত করবে
• এই জন্যই পদ্মফুলে ভোট দেওয়ার জন্য ঘর থেকে বেরোবেন
• এই দিদিকে কি আপনারা ক্ষমা করতে পারবেন?
• উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে তৈরি আছেন, দিদি আপনার এ কি অবস্থা হল?
• দিদি তো এমন মানসিক ভারসাম্য হারিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রীকে মানেন না
• দেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সুর মেলানো দিদিকে শিক্ষা দেওয়া জরুরি
• কিন্তু এটা আমরা কিছুতেই হতে দেব না
• ওঁনার মনে হচ্ছে, এই তোলাবাজি আর গুন্ডাগিরিতেই ওনার দল চলবে, ওনার সরকার চলবে
• আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব না
• ২৩ মে-র পর আমার শপথ নেওয়ার পর আমার কাছে আসবেন
• আপনার রাগ ঠান্ডা করার জন্য, আপনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুন, আপনি লড়ুন
• আপনি তো শিল্পী, ছবি আঁকেন, শুনেছি আপনার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়
• একটা প্রশ্ন, একটা ছবির জন্য এত রাগ
• মনে রাখবেন, যে জনতা আপনাকে মাথায় তুলতে পারে, তারাই আপনাকে মাটিতেও নামিয়ে আনতে পারে
• আর বাংলার মানুষ পদ্মফুলে ভোট দিয়ে এর জবাব দেবেন
• মমতা দিদি, আপনি বাংলাকে জরুরি অবস্থার সময়ের দিকে নিয়ে যাচ্ছেন
• দিদি, বাংলাকে আপনি কোথায় নিয়ে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন ?
• এখানে প্রার্থী, নেতাদের উপর হামলা করা হচ্ছে
• বছর দু’য়েক আগে দিদির মঞ্চে দুই যুবতী উঠে পড়েছিলেন, তাঁদের সঙ্গে কী ব্যবহার করেছিলেন তা সবাই জানেন
• ক্ষমতা হারানোর ভয়ে কাঁপছেন মমতা
• এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, নেতাজির মতো মহাপুরুষরা জন্মেছেন, তাঁরা দিদির এই একনায়কতন্ত্র ক্ষমা করবে না
• সব মিলিয়ে এনডিএ কোথায় যাবে, তা ভেবে দেখুন দিদি
• পুরো ভোট শেষে একা বিজেপিই ৩০০-র বেশি আসন পাবে, আর তাতে বাংলার বড় ভূমিকা থাকবে
• দিদি, আপনি জেনে রাখুন, ষষ্ঠ দফা পর্যন্তই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে
• আজ দিদি আপনার ছায়া দেখেই কাঁপছেন, ওঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে
• সেই কারণেই আপনার গালি এবং হুমকির কোনও ফল আমার উপর পড়ে না
• আপনি জানেন না, মোদীকে রক্ষা করার জন্য ১৩০ কোটি দেশবাসী রয়েছেন
• আপনি কী মনে করেন, মোদী আপনার গালাগালিতে ভয় পাবে
• আর যখন রাজ্যবাসী প্রশ্ন তুলছেন, তখন আপনি গালি দিচ্ছেন
• চিট ফান্ডের লুটেরাদের বাঁচাতে আপনি রাস্তায় বসে পড়ছেন
• আর উনি যে অ্যাজেন্ডা নিয়েছিলেন, তার ২৪ ঘণ্টার মধ্যেই অমিত শাহের রোড শোয়ে হামলা চালিয়েছেন দলের কর্মীরা
• মমতা দিদি দু’দিন আগেই বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন, এটা ঘোষণা করেছিলেন
• এতটাই ঘাবড়ে গিয়ে কোন পর্যায়ে নেমেছেন, সেটাও দেশবাসী দেখছে
• বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিজেপির ঢেউ দেখে ঘাবড়ে গিয়েছেন