Advertisement
০৯ মে ২০২৪
Lok Sabha Election 2019

ভোটের মুখে বারুইপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লাখ

শাড়ির ভিতরে ২৪ লক্ষ টাকা লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। ওই গাড়িতে ছিলেন বারুইপুরের স্থানীয় বিজেপি নেতা মন্টু হালদারও

বারুইপুরের বকুলতলায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার টাকা। নিজস্ব চিত্র।

বারুইপুরের বকুলতলায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার টাকা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০১৯ ১৫:৪৫
Share: Save:

শাড়ির ভিতরে ২৪ লক্ষ টাকা লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। ওই গাড়িতে ছিলেন বারুইপুরের স্থানীয় বিজেপি নেতা মন্টু হালদারও। তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকার একটি চেক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সপ্তম দফার ভোটের আগে বারুইপুরের বকুলতলায় বিজেপি নেতানেত্রীদের কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, বারুইপুরের বিজেপি কার্যালয় থেকে নির্বাচনের কাজে ব্যবহার করার জন্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল।

যদিও বিজেপির দাবি, মন্টুর নিজস্ব ব্যবসা আছে। উনি ব্যবসার টাকাই নিয়ে যাচ্ছিলেন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: লক্ষ-লক্ষ টাকার আমানত, গাড়ি, সোনার গয়না, হলফনামায় জানালেন বিজেপি নেতা রাহুল সিংহ​

পুলিশ সূত্রের খবর, বিজেপির পার্টি অফিস থেকে বকুলতলার বুড়োরঘাটের দিকে যাওযার সময় একটি গাড়িটি আটক করা হয়। ওই গাড়িতে ছিলেন স্থানীয় বিজেপি নেতা মিন্টু হালদার-সহ বিজেপির মহিলা কর্মীরা।

তল্লাশির সময় নগদ ২৪ লক্ষ টাকা পাওয়া যায়। উদ্ধার হয়েছে ১০ লক্ষ টাকার চেকও। ওই টাকার উৎস বা কী কাজের জন্য তা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি বিজেপির নেতানেত্রীরা।

আরও পড়ুন: স্থাবর সম্পত্তি নেই, নেই গাড়িও, নগদের পরিমাণ লাখ টাকারও কম, হলফনামায় জানালেন অভিষেক

গাড়িচালক সুশীল নস্কর-সহ বারুইপুর মণ্ডলের সাধারণ সম্পাদক মন্টু হালদার, বিজেপি মহিলা মোর্চার নেত্রী নমিতা সরদার, সরস্বতী হালদার এবং কৌশিক মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: রাজীবের গ্রেফতারিতে রক্ষাকবচ তুলে নিল সুপ্রিম কোর্ট, জামিনের আর্জির জন্য ৭ দিন সময়​

বিশেষ সূত্রে খবর পেয়ে বকুলতলা এবং জয়নগর থানার পুলিশকর্মীরা বারুইপুর থেকে কুলতলি যাওয়ার সব রাস্তায় নাকা তল্লাশি চালাচ্ছিলেন। তখনই ওই গাড়িটিকে আটক করা হয়। দুই মহিলা শাড়ির ভিতরে করে নগদ ২৪ লাখ ১২ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। বিজেপি নেতা মিন্টু হালদারের কাছ পাওয়া যায়, ১০ লাখ ৫৪ হাজার টাকার একটি চেক। ইতিমধ্যেই টাকা বাজেয়াপ্ত করার ঘটনাটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE