Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কমিশনের দফতরে ধর্নার হুমকি সূর্যকান্তের

সূর্যকান্ত অভিযোগ করেন, প্রথম দফার নির্বাচনে বাম প্রার্থীরাই আক্রান্ত হয়েছেন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০১:৪৭
Share: Save:

নির্বাচন কমিশনের দফতরের সামনে ধর্নায় বসার হুমকি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মঙ্গলবার বারাসতে সাংবাদিক সম্মেলনে সূর্যকান্ত অভিযোগ করেন, প্রথম দফার ভোটে কমিশনের ভূমিকা সদর্থক ছিল না।

এ দিন সূর্যকান্ত অভিযোগ করেন, প্রথম দফার নির্বাচনে বাম প্রার্থীরাই আক্রান্ত হয়েছেন। যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলা হয়েছিল, কার্যক্ষেত্রে তা হয়নি। তিনি বলেন, ‘‘দ্বিতীয় দফার ভোট যদি তেমন হয়, তা হলে আমরা কমিশনের দফতরের সামনে ধর্নায় বসব।’’

বিজেপির সঙ্গে আঁতাত নিয়ে এ দিন ফের তৃণমূলকে কটাক্ষ করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন, ‘‘কোচবিহার এবং আলিপুরদুয়ার আসন দু’টি তৃণমূল বিজেপিকে উপহার দিয়েছে। একইভাবে দার্জিলিং, রায়গঞ্জ-সহ অন্তত ১০-১২টি আসন তারা বিজেপিকে ছাড়বে বলে আমাদের আশঙ্কা।’’ উল্লেখ্য, রায়গঞ্জ আসনটি বর্তমানে সিপিএমের দখলে রয়েছে। সেই আসনে তাঁদের মাটি কামড়ে লড়তে হচ্ছে বলে জানান তিনি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE