নরেন্দ্র মোদী, অমিত শাহের বিজেপিকে হটাতে সর্বভারতীয় স্তরে লড়াই চলছে। তবে বাংলায় তাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল বলেই মনে করছে কংগ্রেস। দলের সভাপতি রাহুল গাঁধী কেরলে বলেছেন, বামেদের বিরুদ্ধে তিনি কিছু বলবেন না। কারণ, লড়াইটা বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বৃহত্তর লক্ষ্যের কথা জানিয়েই এআইসিসি-র মুখপাত্র পবন খেড়া বৃহস্পতিবার কলকাতায় বিধান ভবনে বলেন, ‘‘আমরা যুদ্ধ (ওয়ার) করছি। একটা লড়াই (ব্যাট্ল) লড়ছি না।’’ আর বাংলায়? পবন দেখিয়ে দেন প্রদেশ কংগ্রেস নেতাদের। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তখন বলেন, বাংলায় বিজেপির উত্থানের জন্য তৃণমূলই দায়ী। তালিকা করে দেখলে তৃণমূলই প্রধান শত্রু। কংগ্রেসের ইস্তাহারের নির্যাস নিয়ে বাংলায় তাদের ‘অঙ্গীকার’ প্রকাশ হয়েছে এ দিনই।