Advertisement
E-Paper

‘ছায়ানট’ গুঁড়িয়ে গেলেও গান থেকে যাবে! ‘গৌরাঙ্গ’কে সাক্ষী রেখে প্রতিবাদী বার্তা জয়তীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়েফিরিয়ে অরিজিৎ সিংহের গাওয়া প্রথম কীর্তন শুনছেন! আনন্দবাজার ডট কম-কে এ খবর দিলেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৮
গানে বিভোর দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

গানে বিভোর দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজস্ব ছবি।

মুখে চওড়া হাসি। প্রবল ঠান্ডাতেও গায়ে তেমন গরম পোশাক নেই! সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের মনে এত আনন্দ কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়েফিরিয়ে অরিজিৎ সিংহের গাওয়া প্রথম কীর্তন ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ শুনছেন! সেই গানের সুরকার যে তিনিই।

জয়তী চক্রবর্তীর গান শুনে আপ্লুত শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জয়তী চক্রবর্তীর গান শুনে আপ্লুত শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিজস্ব ছবি।

আরও আছে। জয়তী চক্রবর্তী নির্বিবাদী বলেই জানেন। ‘ছায়ানট’-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গায়িকা পর্যন্ত মুখর! কবীর সুমনের গাওয়া গান ‘সে চলে গেলেও’ গেয়ে শিল্পী বার্তা দিলেন, “যতই ‘ছায়ানট’ গুঁড়িয়ে-পুড়িয়ে দেওয়া হোক, গান কখনও মুছে ফেলা যায় না। সে থেকেই যাবে শিল্পীদের কণ্ঠে। শ্রোতাদের হৃদয়ে।” তাই প্রতিবাদের পাতায় সই না করে উদাত্ত কণ্ঠে প্রেমের বাণী ছড়িয়ে দিলেন। জয়তীর একের পর এক গাওয়া গান ‘কা তব কান্তা’, ‘দেখ দেখ কানাইয়ে’ মানবিকতার কথাই শোনাল। গায়িকাকে এ দিন মুক্তকণ্ঠে সমর্থন জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

গানে গানে পদ্মপলাশ, লগ্নজিতা চক্রবর্তী।

গানে গানে পদ্মপলাশ, লগ্নজিতা চক্রবর্তী। নিজস্ব ছবি।

বাংলাদেশের ঘটনার পরেই নিজের রাজ্যে হেনস্থার শিকার লগ্নজিতা চক্রবর্তী। দোষ, তিনি ‘দেবী চৌধুরাণী’ ছবির ‘জাগো মা’ গানটি গেয়েছিলেন মঞ্চানুষ্ঠানে। এ দিন তিনি ফের গলা ছেড়ে ওই গানটিই গাইলেন আবার। গান শেষ হতেই উপস্থিত প্রত্যেকে সাধুবাদ জানালেন তাঁকে। এ ভাবেই ধিক্কার জানানো হল তাঁর সঙ্গে ঘটে যাওয়া অনৈতিক আচরণের।

এ সব কিছুই ঘটল সোমবার, প্রযোজক রানা সরকারের বড়দিনের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে। যিশু সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়া দলের প্রত্যেকে এ দিন উপস্থিত। আসতে পারেননি ছবির অন্যতম গায়ক কবীর সুমন, অরিজিৎ সিংহ, গীতিকার ঋতম সেনও।

শুভশ্রী, ইশা এবং সৃজিত উপাখ্যান।

শুভশ্রী, ইশা এবং সৃজিত উপাখ্যান। নিজস্ব ছবি।

কবীর সুমন না আসার জন্য ক্ষমাপ্রার্থনা করে এক বার্তায় ছবির সাফল্য কামনা করেছেন। শুভেচ্ছা জানান ছবির পরিচালক, প্রযোজক এবং সুরকারকে। প্রশংসা করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত-সহ ছবির অভিনেতাদের। এই দুই অভিনেতা যথাক্রমে ‘নটী বিনোদিনী’, ‘চৈতন্যদেব’ রূপে পর্দায় ধরা দিতে চলেছেন। কবীর সুমনের বার্তা শুনতে শুনতে আবেগে ভেসেছেন ‘নটী’।

এর পরেই মঞ্চে একে একে জয়তী, পদ্মপলাশ। মঞ্চে পদ্মপলাশ গাইছেন ‘হরি হরায়ে নম কৃষ্ণ’। মঞ্চের সামনে ‘চৈতন্যদেব’ দিব্যজ্যোতি দু’হাত তুলে নাচছেন! একই ভাবে গানের তালে কখনও খঞ্জনি বাজাতে দেখা গিয়েছে সৃজিত, শুভশ্রীকে। কখনও নায়িকা গেয়ে উঠেছেন নিজেই। ছবির প্রচার-ঝলকমুক্তির দিনে আনন্দবাজার ডট কম-কে শুভশ্রী বলেছিলেন, “হিংসা দিয়ে কোনও কিছু সম্ভব নয়। ভালবাসতে হবে মানুষকে।”

গানের অ্যালবামমুক্তিতে টিম ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

গানের অ্যালবামমুক্তিতে টিম ‘লহ গৌরাঙ্গের নাম রে’। নিজস্ব ছবি।

অ্যালবামের মুক্তির দিনে আরও একবার ভক্তিরসের হাত ধরে মানবতার জয়গান গাইল টিম ‘লহ গৌরাঙ্গের নাম রে’।

Subhashree Ganguly Dibyojyoti Dutta Srijit Mukherji Indradeep Dasgupta Rana Sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy