Advertisement
১১ মে ২০২৪
general-election-2019-west-bengal

খাদ্যমন্ত্রীর গাড়িতে ‘হামলা’, তরজা সিপিএম-তৃণমূলের

ঘটনার সময়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য, বিধায়ক তন্ময় ভট্টাচার্যেরা মিছিলে ছিলেন বলে দাবি জ্যোতিপ্রিয়র।

জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র।

জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০১৯ ০২:৩৫
Share: Save:

মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ের উপরে হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চলে বলে অভিযোগ। গালিগালাজ করা হয় তাঁকে। নিমতা থানায় অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য, বিধায়ক তন্ময় ভট্টাচার্যেরা মিছিলে ছিলেন বলে দাবি জ্যোতিপ্রিয়র। তবে বিমান বা নেপালদেবকে তিনি দেখেননি। হামলার সময়ে তন্ময় ছিলেন সামনেই, দাবি খাদ্যমন্ত্রীর। অভিযোগ মানেননি তন্ময়। তিনি বলেন, ‘‘এ রকম কোনও হামলার ঘটনাই ঘটেনি। খাদ্যমন্ত্রী যা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’’

এ দিন বিকেলে দমদম সেন্ট্রাল জেলের মাঠে নির্বাচনী সভা ছিল মুখ্যমন্ত্রীর। সেখান থেকে খাদ্যমন্ত্রী উত্তর দমদমে যাচ্ছিলেন। আগামী সপ্তাহে সেখানে সভা করার কথা মুখ্যমন্ত্রীর। তারই প্রস্তুতি দেখতে যাচ্ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি। তাঁর অভিযোগ, রাত পৌনে ৮টা নাগাদ বিরাটির পাঠানপুরের কাছে পৌঁছয় তাঁর কনভয়। সে সময়ে ওই এলাকা দিয়ে সিপিএম প্রার্থী নেপালদেবের সমর্থনে মিছিল যাচ্ছিল। খাদ্যমন্ত্রীর অভিযোগ, মিছিল থেকে বেরিয়ে এসে সিপিএমের লোকজন তাঁর গাড়ি ঘিরে ধরে। গালিগালাজ করা হয় তাঁকে। ভাঙচুর করা হয় গাড়িতে। তিনি আগাগোড়া গাড়িতেই বসেছিলেন। কনভয়ের আরও একটি গাড়িতে ভাঙচুর চলে বলেও অভিযোগ খাদ্যমন্ত্রীর। তাঁর দেহরক্ষীরা নেমে এসে পরিস্থিতি সামাল দেয় বলে জানিয়েছেন তিনি।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE