মদন তামাঙ্গ হত্যা মামলার শুনানি কলকাতাতেই হবে। সর্বোচ্চ আদালতে মোর্চা নেতা রোশন গিরি আবেদন করেছিলেন, এই মামলা সিকিমে বা অন্য কোনও রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু আজ সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
রোশন গিরিদের যুক্তি ছিল, একে তো দার্জিলিং থেকে কলকাতায় আসতে অনেকটা সময় লাগে। তার উপর কলকাতায় শুনানি হলে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকী, অন্য মামলায় রাজ্য পুলিশ গ্রেফতারও করে দিতে পারে। কিন্তু সর্বোচ্চ আদালতের কিন্তু বিচারপতি শরদ অরবিন্দ বোবডে ও বিচারপতি নাগেশ্বর রাওয়ের বেঞ্চের মতে, প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা যেতে পারে। কিন্তু মামলা সরানো হবে না। আর সংশ্লিষ্ট আদালত যদি মনে করে, তা হলে অভিযুক্ত বা সাক্ষীকে সশরীর হাজিরা দিতে হবে। তবে তার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।
এই ঘটনায় মোর্চার অন্দরে উদ্বেগ বেড়েছে। দল সূত্রের খবর, এমনিতেই পাহাড়ে পুলিশ পুরনো মামলায় অভিযুক্তদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে। মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গের সৌজন্যে চলা অবৈতনিক স্কুলের দখল নিয়ে সেখানে ক্যাম্প করেছে আধা সামরিক বাহিনী। প্রায় ৫ দিন ধরে বিমল গুরুঙ্গ দার্জিলিঙের পাতলেবাসের আস্তানা ছেড়ে পাহাড়ি চা বাগানের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে বেড়াচ্ছেন। দলীয় সূত্রে বলা হচ্ছে, তামাঙ্গ হত্যা মামলায় বিচার শুরু হলে গুরুঙ্গ-সহ চার্জশিটে নাম থাকা সকলকে কলকাতায় থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাই আপাতত জনসমক্ষে আসতে চাইছেন না গুরুঙ্গ।