পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র দ্বিতীয় পর্যায়ের কাজে ভোটারদের নিয়ে শুনানি চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই কাজের নামে প্রবীণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার শুনানি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এসআইআর নিয়ে শুনানিতে বয়স্ক মানুষদের যে ভাবে ডেকে পাঠানো হচ্ছে, তাতে অনেক অসুস্থ এবং অত্যাধিক বয়সের মানুষ রয়েছেন। কারও বয়স ৯৬, কারও বয়স ৭০, কারও বয়স আবার ৭৫। যাঁরা চলাফেরা করতে পারেন না, যাঁদের বাড়ির বাইরে বেরোনোর সমস্যা রয়েছে। এ ভাবে প্রবীণ মানুষদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।’’
প্রবীণ নাগরিকদের হেনস্থার অভিযোগ এনে বিমানের প্রশ্ন, আমাদের দেশে একটি জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ভাবে যাঁরা মানবাধিকার সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁরা এখন কি করছেন?’’ তিনি আরও বলেন, ‘‘তাঁরা এ ক্ষেত্রে তো কোনও পদক্ষেপ করতে পারেন। মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত আর এর চেয়ে বেশি কিছু হতে পারে না। আমরা মনে হয় এ ক্ষেত্রে তাঁদের হস্তক্ষেপ প্রয়োজন।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, এসআইআরের শুনানি প্রক্রিয়ায় বয়স্ক এবং অসুস্থদের কথা ভেবে নতুন নিয়ম করেছে নির্বাচন কমিশন। বিশেষ বিশেষ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে ভোটারের বাড়ি গিয়ে শুনানি করবে তারা। কিন্তু কাগুজে ঘোষণার বাস্তব প্রতিফলন দেখা যায়নি এসআইআর-শুনানিতে, এমনটাই অভিযোগ। জেলায় জেলায় শুনানিকেন্দ্রের সামনে লম্বা লাইন। সেখানে অপেক্ষারতদের মধ্যে দেখা যাচ্ছে অসুস্থ বৃদ্ধ থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে। অ্যাম্বুল্যান্সে করে শয্যাশায়ী বৃদ্ধকে নিয়ে যাওয়া হচ্ছে শুনানিকেন্দ্রে। আবার শুনানির ভয়ে আত্মহত্যা করা এবং অসুস্থ হয়ে পড়ার অভিযোগও উঠেছে। সেই আবহেই স্পিকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন।