Advertisement
০৪ মে ২০২৪

আবেদন খারিজ মদনের

নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে বারবার। এ বার পরিবহণমন্ত্রী মদন মিত্রের আর্জি, তাঁকে যদি জামিন না-ও দেওয়া হয়, তাঁর বিরুদ্ধে সিবিআই যে-তদন্ত শুরু করেছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দিক আদালত।

— ফাইল চিত্র।

— ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৫
Share: Save:

নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে বারবার। এ বার পরিবহণমন্ত্রী মদন মিত্রের আর্জি, তাঁকে যদি জামিন না-ও দেওয়া হয়, তাঁর বিরুদ্ধে সিবিআই যে-তদন্ত শুরু করেছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দিক আদালত।

আলিপুর আদালতের বিচারকের কাছে মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে এই আবেদন জানান সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত মদনবাবু। কিন্তু দিনের শেষে তাঁর এই আর্জিও খারিজ হয়ে যায়।

কবে শেষ হবে তদন্ত? সোমবার সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মামলায় সিবিআইয়ের আইনজীবীর কাছে এই প্রশ্ন করেছিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারকও। সারদা-তদন্তের সময়সীমা নিয়ে মন্ত্রী মদনবাবুর আইনজীবী প্রশ্ন তুলেছিলেন অনেক আগেই। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথি দত্ত এ দিন আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সৌগত রায়চৌধুরীর আদালতে জানান, আর্থিক অপরাধের তদন্তের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া যায় না। সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশেই সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে।

মদনবাবুর আইনজীবী অশোক মুখোপাধ্যায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায় এ দিন আদালতে জানান, ন’মাসেরও বেশি সময় ধরে তাঁদের মক্কেল জেল-হাজতে রয়েছেন। অভিযুক্তের বিচারই শুরু হচ্ছে না। এই ঘটনায় দেশের সংবিধানে এক জন নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বাঁচার অধিকার রয়েছে সকলের। সিবিআই মদন মিত্রকে গ্রেফতার করার পরে তদন্তের কতটা কী অগ্রগতি হয়েছে, আদালতের তা জানা দরকার। জানা দরকার, ঠিক কবে শেষ হবে এই তদন্ত। আদালত যাতে তদন্তকারী সংস্থার কাছে তা জানতে চায়, সেই আবেদন জানান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE