প্রথমে সরকারি ঘোষণায় আশ্বাস এবং তার পরে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নিলেন মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা। বিধাননগরে গত ১২ জানুয়ারি থেকে অবস্থান-অনশন চলছিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ়ড আনএডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে। রাজ্যের মাদ্রাসা শিক্ষা অধিকতার্র দফতরের তরফে গত ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাম্মানিক ও ছাত্র-ছাত্রীদের পরিকাঠামোগত সুবিধার জন্য ৪৩ কোটি ৭৭ লক্ষ টাকা বরাদ্দের ব্যবস্থার কথা জানানো হয়। এর পরে আবার নোট দিয়ে মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের সাম্মানিক ভাতা ও ছাত্রদের প্রাপ্য হিসেবে বরাদ্দ উল্লেখ করা হয়। সে সবের প্রেক্ষিতে শনিবার তুলে নেওয়া হয়েছে অবস্থান। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, সরকারি আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে বলে তাঁদের আশা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানও ওই মঞ্চে গিয়ে আশ্বাস দিয়েছেন, আগামী দিনে বরাদ্দ আরও বাড়বে।