Advertisement
০৫ মে ২০২৪

মেয়ো রোডেই অনশন মাদ্রাসা কর্মপ্রার্থীদের

এসএসসি ও মাদ্রাসার চাকরিপ্রার্থীদের মতে, মেয়ো রোডের ওই জায়গাটি মানুষের নজরে আসে সহজেই। প্রেস ক্লাব কাছেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:৫৩
Share: Save:

এসএসসি-র চাকরিপ্রার্থীরা অনশন তুলে নিলেও প্রেস ক্লাবের কাছে মেয়ো রোডে অনশনে বসেছেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ২০১৩ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেয়, ৩১৮৩টি শূন্য পদে নিয়োগ হবে। কিন্তু শূন্য পদ ‘আপডেট’ বা হালতামামি না-হওয়ায় দুই শতাধিক প্রার্থী চাকরি পাননি। এই সমস্যার সমাধানে এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানান প্রার্থীরা।

এসএসসি চাকরিপ্রার্থীরা মেয়ো রোডের যেখানে অনশন করছিলেন, তার কাছেই বুধবার থেকে অনশন করছেন মাদ্রাসায় চাকরিপ্রার্থীরা। পরপর দু’টি অনশন-বিক্ষোভ হল ওই জায়গায়। এর আগে প্রেস ক্লাবের কাছে মেয়ো রোডে কোনও বিক্ষোভ-ধর্না হয়নি। অনেকেরই প্রশ্ন, তা হলে ধর্মতলার মেট্রো চ্যানেলের পরে শহরে কি নতুন এক অনশন বিক্ষোভের জায়গা তৈরি হচ্ছে?

এসএসসি ও মাদ্রাসার চাকরিপ্রার্থীদের মতে, মেয়ো রোডের ওই জায়গাটি মানুষের নজরে আসে সহজেই। প্রেস ক্লাব কাছেই। তাই সংবাদজগতের লোকজনও সহজেই অনশনের খবর সংগ্রহ করতে পারেন। মাদ্রাসার চাকরিপ্রার্থীরা জানান, তাঁরা এখানেই অনশন করতে স্বচ্ছন্দ বোধ করছেন। এসএসসি চাকরিপ্রার্থীরাও জানাচ্ছেন, দাবি না-মিটলে তাঁরা আবার এখানেই অনশনে বসবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madrasa Madrasa Service Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE