Advertisement
২০ এপ্রিল ২০২৪

সচিব স্তরে রদবদল

প্রশাসনে ফের সচিব পর্যায়ে বেশ কিছু রদবদল হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, যুব কল্যাণ দফতরের সচিব হতে চলেছেন সৈয়দ আহমেদ বাবা। উনি সংখ্যালঘু কল্যাণ দফতরের সচিব ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ২১:৩০
Share: Save:

প্রশাসনে ফের সচিব পর্যায়ে বেশ কিছু রদবদল হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, যুব কল্যাণ দফতরের সচিব হতে চলেছেন সৈয়দ আহমেদ বাবা। উনি সংখ্যালঘু কল্যাণ দফতরের সচিব ছিলেন। অগ্নি ও বিপর্যয় মোকাবিল দফতরের সচিব সুরেশ কুমার এখন থেকে সংখ্যালঘু কল্যাণ দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। যুব কল্যাণ দফতরের সচিব রাজেশ পাণ্ডে ওই দফতর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান হচ্ছেন। বর্তমানে যিনি বণ্টন সংস্থান চেয়ারম্যান নারায়ণস্বরূপ নিগম কলকাতা রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত এই বদলিরও কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও প্রশাসনের শীর্ষ মহল সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

তবে এই বদলির খবরে প্রশাসনের অন্দরমহলে সবথেকে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে দুই আইএএস নরায়ণস্বরূপ নিগম ও রাজেশ পাণ্ডের বদলি। রাজেশ পাণ্ডে আগে বণ্টন সংস্থাই চেয়ারম্যান ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের পদ থেকে নিগম ২০১৩ সালের অগস্ট মাসে বণ্টন সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। এই সময় রাজেশ পাণ্ডকে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, কী এমন হল ফের রাজেশ পাণ্ডেকেই আবার বণ্টন সংস্থায় ফিরিয়ে আনা হচ্ছে! প্রশাসনের কর্তারা অবশ্য এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ias officer transfer west bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE