দলের নানা স্তরের জন প্রতিনিধিরা কাঙ্ক্ষিত মাত্রায় ‘নড়াচড়া’ করছেন না। জনহিতে তৈরি প্রকল্পের কথা জনতাকে বোঝানোতেও যেন ‘খামতি’ থেকে যাচ্ছে। বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে কার্যত এই অভিযোগগুলো নিজেই সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের শেষ পর্বে তাঁর নিদান, ‘‘পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সবাইকে বলব, একটু বেশি করে সক্রিয় হোন। আর এমএলএ-রাও একটু সক্রিয় হোন।’’ বিরোধীদের টিপ্পনী, ‘‘এগুলো ভোটের আগে বলার জন্য বলা। জনপ্রতিনিধিরা নড়াচড়া করেন না জানতে, মুখ্যমন্ত্রীর এত দিন লাগল!’’ রাজনীতির পর্যবেক্ষকদেরও একটা বড় অংশের মতে, গত লোকসভা ভোটে বাঁকুড়ায় তৃণমূলের খারাপ ফলের পরেও দলের একাংশ যে তা থেকে শিক্ষা নেননি, তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।
বৈঠক শুরুর মুখেই এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁরা মিটিংয়ে আসেন, একটা কাগজকলম নেন কি কখনও লেখার জন্য? না কি আমি বলে চলে যাই, আর আপনারা চুপচাপ বসে বাড়ি চলে যান? লিখতে তো হবে। কাগজ-পেন বার করুন। লোককে তো বোঝাবেন। হঠাৎ একটা প্রকল্প তৈরি হল কেন?’’
এ প্রসঙ্গে তিনি ‘মাটির সৃষ্টি’ প্রকল্পে বাঁকুড়া জেলার কথা তুলে ধরেন। বলেন, ‘‘১,৭১৬ একর জমি। ৫৫টা জায়গা বাছাই করা হয়েছে। উপকৃত হবে ৪২,৫০০ গ্রাম। এটা খুব বড় কাজ। এলাকায় এলাকায় এই বার্তাটা দেবেন। শ্যামল (জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা) লিখে সব পাঠিয়ে দেবে।’’