Advertisement
E-Paper

তিন মন্ত্রীকে সরালেন মমতা

অপসারিত দুই মন্ত্রী জেমস কুজুর ও চূড়ামণি হাঁসদা পদ খোয়ালেন তাঁদের এলাকায় দলের ফল খারাপ হওয়ায়। আর শারীরিক কারণে মন্ত্রিত্ব থেকে সরতে হল কৃষ্ণনগর ( উত্তর) এর অবনী জোয়ারদারকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০১:৩০
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

তিন মন্ত্রীকে সরানো হল। পঞ্চায়েতের ফল প্রকাশের পর থেকেই রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছিল শাসক শিবিরে। অপসারিত দুই মন্ত্রী জেমস কুজুর ও চূড়ামণি হাঁসদা পদ খোয়ালেন তাঁদের এলাকায় দলের ফল খারাপ হওয়ায়। আর শারীরিক কারণে মন্ত্রিত্ব থেকে সরতে হল কৃষ্ণনগর ( উত্তর) এর অবনী জোয়ারদারকে। রদবদল সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘ওঁরা আমাকে আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দলের কাজ করবেন।’’

অবসরপ্রাপ্ত পুলিশকর্তা জেমসের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল পরিবর্তনের পরেই। ২০১৬ সালে আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা থেকে জিতলে তাঁকে মন্ত্রিসভায় নিয়ে আসেন মমতা। কিন্তু রাজনীতির বাইরের লোক হিসাবে তখন থেকেই তাঁকে ঘিরে দলের অন্দরে নানা গুঞ্জন ছিল। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জেমসকে নিয়ে জেলার নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। প্রচারে গিয়ে সেই আঁচ পেয়েছিলেন জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। ভোটে জেমসের কেন্দ্রে ভাল ফল করেছে বিজেপি। তারপরই তাঁকে সরতে হল।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি হাঁসদার কাজকর্মে দলের শীর্ষ স্তরে অসন্তোষ ছিল। ওই জেলায়, এমনকি চূড়ামণির কেন্দ্রেও খারাপ ফল হয়েছে তৃণমূলের। অপসারণের সিদ্ধান্ত সম্পর্কে চূড়ামণি হাঁসদা বলেন, ‘‘এবার মাঠে নেমে চাষ করব।’’

Mamata Banerjee Ministers মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy