তীর্থযাত্রীদের জন্য কলকাতার ব্যবস্থাপনা দেখে গঙ্গাসাগর নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুঘাটে বৃহস্পতিবার সাগরমুখী তীর্থযাত্রীদের অস্থায়ী আস্তানা ঘুরে দেখে তিনি ফের বলেছেন, ‘‘কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। অথচ গঙ্গাসাগর মেলায় এক টাকাও দেয় না।’’ গঙ্গাসাগর মেলাকে ‘জাতীয় মেলা’ ঘোষণার দাবি করে পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগও করেছেন তিনি। যাত্রী পারাপারের জন্য এ দিনই আউট্রাম ঘাটে ই-ভেসেলের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
কেবল জলপথেই গঙ্গাসাগরের যাত্রার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এ দিনের অনুষ্ঠানে বলেছেন, ‘‘রাজ্যে ১২ জন মন্ত্রী বিভিন্ন জায়গায় গোটা বিষয়টির নজরদারি করবেন। সেই সঙ্গে থাকবেন রাজ্য ও জেলা স্তরের সরকারি আধিকারিকেরা।’’ মুড়িগঙ্গা নদীর উপরে প্রস্তাবিত সেতু আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যাবে জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছু করেনি। রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।’’ অন্যান্য বছরের মতো এ বারও জলপথে যাত্রা এবং শিবিরগুলিতে আগুনের ব্যবহার সম্পর্কে সকলকে সতর্ক করে দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)