Advertisement
E-Paper

হাথরস কাণ্ডের প্রতিবাদে পথে মমতা, নিশানা বিজেপিকে

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। গাঁধীমূর্তির পাদদেশ পর্যন্ত তাঁর পদযাত্রা করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ১৬:৪৯
পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়।

পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়।

হাথরসের ঘটনা এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল সাংসদদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ— এই দুটি ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। গাঁধীমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি।

এ দিন বিকেল ৪টেয় শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ এবং বিধায়করা। রয়েছেন কর্মী-সমর্থকরাও।

এ দিন গাঁধীমূর্তির পাদদেশে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আক্রমণ করেন বিজেপিকে।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

• হাথরসের ঘটনা নিয়ে পাড়ায় পাড়ায় পোস্টারিং করুন

• আজ দেখা করতে না দিলেও, এক দিন তো দেখা করবই। সময় এক দিন না এক দিন আসবেই।

• বিজেপি সবচেয়ে বড় অতিমারি

• প্রতি ব্লকে এর প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস

• হাথরসের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমস্ত তফশিলি জাতি প্রধান গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবে

• হাথরসের মতো একই ঘটনা সিঙ্গুরেও ঘটেছিল

• অথচ পশ্চিমবঙ্গ নিয়ে সব তথ্য ওদের কাছে আছে

• পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও তথ্যই নেই

• সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে বিজেপি

• ৪ দিন পর যাওয়ার অনুমতি দেওয়া হল কেন?

• পুরো ম্যানেজ করে এখন বলছে সংবাদমাধ্যম যাবে

• যোগী আদিত্যনাথ দুর্গাপুজো বন্ধ করলেন কেন?

• পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ীরা কাঁদছে

• শিল্প বন্ধ হয়ে গেল

• লকডাউনে কত লোকের চাকরি চলে গেল

• এয়ার ইন্ডিয়া থেকে বিএসএনএল সব বেচে দিচ্ছে

• ভোট শেষ হলেই দলিত, নমঃশূদ্রদের উপর অত্যাচার

• ভোটের সময় হোটেল থেকে খাবার এনে দলিত বাড়িতে গিয়ে খায়

• ওরা সকলের পদবি নিয়ে খেলা করছে

• কৃষকদের ভাতে মারার চেষ্টা হচ্ছে

• দলিত, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে

• বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে

• দিল্লিতে অত লোক হিংসারয় মারা গেল, বিচার হল?

• আমার কাছে খবর আছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে

• সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়েছে

• মেয়েদের ধরে মারা হয়েছে

• গ্রামে ১ কিমি আগে প্রতিনিধিদের আটকে দেওয়া হয়

• ওই পরিবারটিকে দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিলাম

• আমার মন হাথরসে পড়ে আছে

• কিন্তু আমরা বাধ্য হয়ে মিটিং-মিছিল করছি

• কিন্তু বিজেপি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে

• আমরা অতিমারির জন্য কোনও রাজনৈতিক কর্মসূচি করছি না

• এত নিরাপত্তা নিয়েও করোনা আটকানো যাচ্ছে না

• করোনা কমিউনিটি স্প্রেড করে গিয়েছে

Mamata Banerjee Hathras Gangrape Protest Rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy