হাথরসের ঘটনা এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল সাংসদদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ— এই দুটি ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে মিছিল শুরু করেন তিনি। গাঁধীমূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি।
এ দিন বিকেল ৪টেয় শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। তৃণমূল নেত্রীর সঙ্গে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা, সাংসদ এবং বিধায়করা। রয়েছেন কর্মী-সমর্থকরাও।
এ দিন গাঁধীমূর্তির পাদদেশে বক্তৃতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আক্রমণ করেন বিজেপিকে।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
• হাথরসের ঘটনা নিয়ে পাড়ায় পাড়ায় পোস্টারিং করুন
• আজ দেখা করতে না দিলেও, এক দিন তো দেখা করবই। সময় এক দিন না এক দিন আসবেই।
• বিজেপি সবচেয়ে বড় অতিমারি
• প্রতি ব্লকে এর প্রতিবাদে নামবে তৃণমূল কংগ্রেস
• হাথরসের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমস্ত তফশিলি জাতি প্রধান গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবে
• হাথরসের মতো একই ঘটনা সিঙ্গুরেও ঘটেছিল
• অথচ পশ্চিমবঙ্গ নিয়ে সব তথ্য ওদের কাছে আছে
• পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনও তথ্যই নেই
• সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে বিজেপি
• ৪ দিন পর যাওয়ার অনুমতি দেওয়া হল কেন?
• পুরো ম্যানেজ করে এখন বলছে সংবাদমাধ্যম যাবে
• যোগী আদিত্যনাথ দুর্গাপুজো বন্ধ করলেন কেন?
• পরিযায়ী শ্রমিক, ব্যবসায়ীরা কাঁদছে
• শিল্প বন্ধ হয়ে গেল
• লকডাউনে কত লোকের চাকরি চলে গেল
• এয়ার ইন্ডিয়া থেকে বিএসএনএল সব বেচে দিচ্ছে
• ভোট শেষ হলেই দলিত, নমঃশূদ্রদের উপর অত্যাচার
• ভোটের সময় হোটেল থেকে খাবার এনে দলিত বাড়িতে গিয়ে খায়
• ওরা সকলের পদবি নিয়ে খেলা করছে
• কৃষকদের ভাতে মারার চেষ্টা হচ্ছে
• দলিত, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে
• বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে
• দিল্লিতে অত লোক হিংসারয় মারা গেল, বিচার হল?
• আমার কাছে খবর আছে, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে
• সাংবাদিকদেরও আটকে দেওয়া হয়েছে
• মেয়েদের ধরে মারা হয়েছে
• গ্রামে ১ কিমি আগে প্রতিনিধিদের আটকে দেওয়া হয়
• ওই পরিবারটিকে দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিলাম
• আমার মন হাথরসে পড়ে আছে
• কিন্তু আমরা বাধ্য হয়ে মিটিং-মিছিল করছি
• কিন্তু বিজেপি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে
• আমরা অতিমারির জন্য কোনও রাজনৈতিক কর্মসূচি করছি না
• এত নিরাপত্তা নিয়েও করোনা আটকানো যাচ্ছে না
• করোনা কমিউনিটি স্প্রেড করে গিয়েছে