Advertisement
০৫ মে ২০২৪

ব্রিগেড ও ভোট নিয়ে ৫ই বৈঠক মমতার

জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্ততি এবং লোকসভা ভোটের রণকৌশল নিয়ে পুজোর ঠিক মুখে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৫:২৮
Share: Save:

জানুয়ারির ব্রিগেড সমাবেশের প্রস্ততি এবং লোকসভা ভোটের রণকৌশল নিয়ে পুজোর ঠিক মুখে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার উত্তরবঙ্গ থেকে ফিরেই তিনি তৃণমূল ভবনে যাবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, বিভিন্ন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করতে। সেখানেই লোকসভা ভোটে বিজেপি মোকাবিলায় করণীয় কী, তার দিকনির্দেশ তিনি দেবেন বলে তৃণমূল সূত্রের খবর।

‘২০১৯ বিজেপি ফিনিশ’ —মমতা এই আহ্বানে বিজেপি-বিরোধী শক্তিকে একজোট করতে সচেষ্ট। ১৯ জানুয়ারি ময়দানের ব্রিগেডে বাংলার গণ্ডি পেরিয়ে বিজেপি-বিরোধী জাতীয় রাজনীতির ঐক্যের ছবি তুলে
ধরতে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মমতা। দেশের সব রাজনৈতিক দলের নেতাদের ব্রিগেডে আসতে আমন্ত্রণ জানান তিনি। এমনকি, কংগ্রেসের সনিয়া ও রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে তাঁদেরও ব্রিগেডে থাকতে আমন্ত্রণ জানিয়েছেন মমতা। লোকসভা ভোটের আগে ওই ব্রিগেড বিজেপি-বিরোধী শক্তি প্রদর্শনের সভা হবে বলে তৃণমূল নেত্রীর আশা। ব্রিগেডের আগে আরও এক বার দিল্লি যাওয়ার সম্ভাবনা তাঁর।

জাতীয় রাজনীতির শীর্ষ নেতাদের আনার পাশাপাশি নিজের দলের কর্মীদের ব্রিগেডমুখী করার তোড়জোড় শুরুর পরামর্শও মমতা ওই বৈঠকে দেবেন বলে দলীয় সূত্রের খবর। বিজেপি-আরএসএসের মোকাবিলায় জেলায় জেলায় কী ভাবে সংগঠনকে এগোতে হবে, তা নিয়েও মমতা দলকে স্পষ্ট দিকনির্দেশ দিতে পারেন। তারই সঙ্গে শারদোৎসবে রাজ্যের সর্বত্র শান্তি বজায় রাখতে দলের নেতাদের করণীয় মমতা বেঁধে দিতে পারেন বলে দলের সূত্রের খবর। পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে একের পর এক জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বে যে ভাবে সংঘর্ষ হচ্ছে, তা বন্ধেও দলনেত্রী নির্দেশ দিতে পারেন বলে দলের শীর্ষ নেতাদের একাংশের ধারণা। দুর্গোৎসব মিটতেই আবার দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে তৃণমূল নেত্রীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE