Advertisement
E-Paper

‘কাজ করছিস, না শুধু প্রেম’, শোভনকে মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তিনি প্রশ্ন করেন, ‘‘শুধুই প্রেম করছিস, নাকি কাজও করছিস?’’ দৃশ্যত অস্বস্তিতে পড়ে আমতা-আমতা করে পাশ কাটান শোভন। এর পরে বৈঠক শুরুর মুখে অধিকাংশ মন্ত্রী যখন ঘরে পৌঁছে গিয়েছেন, তখন আরও একবার একই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০৩:২১

বিধানসভা ভবনে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে সবেমাত্র ঢুকেছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তিনি প্রশ্ন করেন, ‘‘শুধুই প্রেম করছিস, নাকি কাজও করছিস?’’

দৃশ্যত অস্বস্তিতে পড়ে আমতা-আমতা করে পাশ কাটান শোভন। এর পরে বৈঠক শুরুর মুখে অধিকাংশ মন্ত্রী যখন ঘরে পৌঁছে গিয়েছেন, তখন আরও একবার একই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

শোভন বোঝানোর চেষ্টা করেন, ‘‘আমি ও সব করি নাকি!’’ ছাড়ার পাত্রী নন নেত্রী। তিনি পাল্টা বলেন, ‘‘ঠিক আছে, সবার সামনে ভোট হোক। দেখি কতজন তোর পক্ষে।’’ বিষয়টি এ ভাবে হাসিঠাট্টার মধ্যে শেষ হলেও উপস্থিত অনেকেরই মনে হয়েছে মুখ্যমন্ত্রী যে শোভনের এখনকার কিছু কার্যকলাপে সন্তুষ্ট নন, সেই বার্তাই স্পষ্ট করে দিলেন।

আরও পড়ুন: ‘ভোটের সময়ই হাত কাঁপে! অন্য সময় তো হয় না’

Mamata Banerjee Sovan Chatterjee Mayor Chief Minister TMC শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy