ফোনে আড়িপাতা-কাণ্ড থেকে শিক্ষা নিতে নিজের মন্ত্রীদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস-কাণ্ডেরপ্রতিবাদে নিজের মোবাইল ক্যামেরায় স্টিকিং প্লাস্টার লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। এবার সেই পেগাসাস বিতর্ক থেকে শিক্ষা নিতে বললেন নিজের মন্ত্রীদের। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে মন্ত্রীদের জরুরি নির্দেশ বা কাজের ক্ষেত্রে মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি কথা বলার নির্দেশ দিয়েছেন মমতা। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের ডেকে কথা বলারও পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এমন নির্দেশ পাওয়ার পরেই তা কার্যকর করার বিষয়ে পদক্ষেপ করতে শুরু করেছেন মন্ত্রিসভার সদস্যরা।