Advertisement
২৫ মার্চ ২০২৩

নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ, লন্ডনে ১২ নভেম্বর অনুষ্ঠানের প্রধান অতিথি মমতা

রবিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, লন্ডনের উইম্বলডনে ২১ হাই স্ট্রিটের বাড়িতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন নিবেদিতা। স্বামী বিবেকানন্দও সেখানে গিয়েছেন।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০৩:২০
Share: Save:

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষে তাঁকে বিশেষ সম্মান জানাতে প্রস্তুত ব্রিটিশ সরকারও। সেই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আগামী মাসে ১০ তারিখ লন্ডন পাড়ি দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

রবিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জানান, লন্ডনের উইম্বলডনে ২১ হাই স্ট্রিটের বাড়িতে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন নিবেদিতা। স্বামী বিবেকানন্দও সেখানে গিয়েছেন। সেই বাড়িটিতেই ২৮ অক্টোবর ‘ব্লু প্লাক’ (blue plaque) (হেরিটেজ ঘোষণা) লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ হেরিটেজ কমিশন ও ব্রিটিশ মিউজিয়াম দফতর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেয় ব্রিটিশ সরকার। কিন্তু ওই দিন কলকাতার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল। সেখানে থাকবেন মমতা। সেই জন্য ওই দিন যেতে পারবেন না বলে জানান মুখ্যমন্ত্রী। ব্রিটিশ সরকার জানতে চায়, নভেম্বরে কোন সময় মুখ্যমন্ত্রী সময় দিতে পারবেন।

আরও পড়ুন: নিবেদিতার জন্মদিন পালন রামকৃষ্ণ মিশনেও

রামকৃষ্ণ মিশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানান তিনি ১৩, ১৪ ও ১৫ নভেম্বর সময় দিতে পারবেন। তখন ব্রিটিশ সরকার জানায়, কাজের দিনে সেখানে অনুষ্ঠানে দর্শক পাওয়া সমস্যার। তাই রবিবার অর্থাৎ ১২ নভেম্বর দিনটি বেছে নিলে ভাল হয়। ব্রিটিশ সরকারের কথায় সম্মতি দেন মুখ্যমন্ত্রী। তিনি ওই দিন উইম্বলডনে নিবেদিতার বাড়িতে উপস্থিত থেকে সেখানে ব্লু প্লাক দেবেন। স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘বিদেশে এই সম্মান পাওয়া খুবই কঠিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ব্রিটিশ ক্যাবিনেটের অনুমোদন থাকলে তবেই ব্লু প্লাক পাওয়া যায়।’’ তিনি আরও জানান, ব্রিটিশ সরকার চাইলেই সেখানকার প্রধানমন্ত্রী কিংবা কোনও সম্মানিত ব্যক্তিকে অনুষ্ঠানটির প্রধান অতিথি করতে পারতেন। কিন্তু তারা তা করেননি। কারণ, নিবেদিতা যে রাজ্যে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে সারা ভারতের উন্নতিতে কাজ করেছিলেন সেই পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকেই ব্রিটিশ সরকার প্রধান অতিথি করতে চেয়েছে। ১২ নভেম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী সুহিতানন্দও উপস্থিত থাকবেন।

Advertisement

আয়ারল্যান্ডে যেখানে ভগিনী নিবেদিতার জন্ম হয়েছিল, সেখানে তাঁর বাড়িতে আগেই ব্লু প্লাক দেওয়া হয়েছে। তবে সেই বাড়িতে যে ফলক রয়েছে, তাতে নিবেদিতাকে পশ্চিমবঙ্গের এক জন সমাজ সংস্কারক হিসেবে পরিচয় দেওয়া রয়েছে। এ রাজ্যে নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ পালনের জন্য সরকারি তরফেও একটি কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.